SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আরিয়ানের উদ্দেশ্যে হৃত্বিকের চিঠি
শাহরুখ পুত্র আরিয়ান খান মাদক কাণ্ডে জড়িয়ে যাওয়ার পর থেকেই বলিউড যেন দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে। কেউ গোপনে আরিয়ানের সমালোচনা করেছেন, আবার দুর্দিনে তার পাশেও দাঁড়িয়েছেন বলিউডের অনেকে তারকা। এবারে আবেগঘন এক চিঠির মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করলেন বলিউড স্টার হৃত্বিক রোশন। চিঠিতে নিজের জীবনের নানা চড়াই-উতরাইয়ের উদাহরণ টেনে আরিয়ানকে মন শক্ত করার কথা জানিয়েছেন তিনি। বলিউডের গ্রীক গড হৃত্বিক লিখেছেন, "জীবনটা বড় অদ্ভুত, অনিশ্চিত। আর তাই তো এত সুন্দর। জীবন তোমার দিকে বার বার চ্য়ালেঞ্জ ছুঁড়বে। কিন্তু ভগবান তাকেই এই চ্যালেঞ্জ দেয়, যার এটা গ্রহণ করার ক্ষমতা রয়েছে। ঈশ্বর তোমাকে বেছে নিয়েছে এই কারণেই। কারণ তিনি জানেন, এত কোলাহলের মাঝেও তুমি হারবে না।" এছাড়া আরও লিখেন, "আমি জানি এই সময় তোমার মধ্য়ে ঠিক কী চলছে। রাগ, ক্ষোভ, সংশয়। এগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করে, নিজের ভিতরের নায়ককে তুলে ধর। কিন্তু ভুলেও নিজের মধ্য়ে থেকে ভালবাসাটা দূর হতে দিও না।" আশার আলো শিগগিরই আরিয়ান খানকে আলোকিত করবে বলেও আশীর্বাদ করেছেন হৃত্বিক। আরিয়ানের পাশে দাঁড়িয়েছেন হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান খানও।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply