Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » টস জিতে ব্যাটিংয়ে স্কটল্যান্ড




পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ। ছবি : সংগৃহীত টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হয়েছে স্কটল্যান্ড।আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিং করছে স্কটল্যান্ড। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে স্কটল্যান্ড। নিজেদের থেকে এগিয়ে থাকা বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছে তারা। এবার পাপুয়া নিউগিনিকে হারাতে পারলেই বিশ্বকাপের মূল পর্বের পথে অনেকটা এগিয়ে যাবে স্কটল্যান্ড। তাই জয়ের জন্য মুখিয়ে আছে স্কটিশরা। অন্যদিকে হার দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে পাপুয়া নিউগিনি। ওমানের কাছে প্রথম ম্যাচে ১০ উইকেটে হেরেছে তারা। তাই আজকের ম্যাচটি তাদের জন্য হয়ে উঠেছে বাঁচা-মরার। স্কটল্যান্ডের বিপক্ষে হারলে তাদের পরের পর্বে যাওয়া অনেকটায় অনিশ্চিত হয়ে পড়বে। তাই পাপুয়া নিউগিনির জয় ছাড়া বিকল্প নেই। পাপুয়া নিউ গিনি বিশ্বকাপ দল আসাদ ভালা (অধিনায়ক), টনি পালা উরা, সেসে বাউ, হিরি হিরি, ড্যামিয়েন রাভু, গৌডি টোকা, নরম্যান ভানুয়া, চার্লস জর্ডান আমিনি, কিপলিন ডোরিগা, জেসন কিলা, লেগা সিয়াকা, সিমন আটাই, জে গার্ডনার, জেসন কিলা, নোজাইনা পোকানা, চাড সোপার, কে ভাগি মরিয়া। স্কটল্যান্ড বিশ্বকাপ দল কাইল কোয়েটজার (ক্যাপ্টেন), রিচার্ড বেরিংটন (ভাইস ক্যাপ্টেন), ডিলান বাজ, ম্যাথিউ ক্রস (উইকেটকিপার), জোস ডেভি, অ্যালাসডায়ার ইভান্স, ক্রিস গ্রেভস, ওলি হ্যারিস, মাইকেল লিস্ক, কালাম ম্যাকলেয়ড, জর্জ মুনসি, সফিয়ান শরিফ, ক্রিস সোল, হামজা তাহির, ক্রেগ ওয়ালেস (উইকেটকিপার), মার্ক ওয়াট, ব্র্যাড হোয়েল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply