Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » Aryan Khan Gets Bail: শাহরুখ-পুত্র জেলমুক্ত হতেই পকেটমারদের পোয়াবারো! কেন জানেন?




Aryan Khan Gets Bail: শাহরুখ-পুত্র জেলমুক্ত হতেই পকেটমারদের পোয়াবারো! কেন জানেন? ব্যাপারটা কী!!! নিজস্ব প্রতিবেদন: ২০ দিনেরও বেশি সময় জেলবন্দি থাকার পর, গত শনিবার জামিনে ছাড়া পান আরিয়ান খান (Aryan Khan)। জয়োল্লাসে মেতে ওঠেন শাহরুখ (Shah Rukh Khan) অনুরাগীরা। কিং খানের পুত্রকে ঘিরে কার্যত বিজয়োল্লাস করতে করতে আর্থার রোড জেল থেকে মন্নতে (Mannat) পৌঁছে দেন তাঁরা। ঢাক-ঢোল-স্লোগানে মুম্বইয়ের রাস্তায় নেমে আসে দেওয়ালির আগে অকাল দেওয়ালি। বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট থেকে জামিন পান মাদককাণ্ডে গ্রেফতার হওয়া আরিয়ান খান (Aryan Khan)। একাধিক কঠোর শর্তে শাহরুখ-পুত্রের (Shah Rukh Khan) জামিন মঞ্জুর করেন বিচারপতি। আরিয়ানকে পাসপোর্ট জমা রাখতে হবে। কোর্টের নির্দেশ ছাড়া তিনি দেশ ছাড়তে পারবেন না। তাঁকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) অফিসে এসে হাজিরা দিতে হবে। অন্যান্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না আরিয়ান (Aryan Khan)। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান শাহরুখ তনয়। কোর্টে গ্যারেন্টার হন শাহরুখের বন্ধু তথা অভিনেত্রী জুঁই চাওলা (Juhi Chawla)।

' প্রিয় অভিনেতার ছেলে জেলমুক্ত হওয়ায় যেমন আনন্দে মেতে উঠেন শাহরুখ (Shah Rukh Khan) অনুরাগীরা। তেমনই আরিয়ানের জেলমুক্তি যেন হাতে চাঁদ এনে দেয় পকেটমারদেরও (Pickpocket)। সূত্রের খবর, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত আর্থার রোড জেলের বাইরে থেকে খোঁয়া গিয়েছে ১০টারও বেশি মোবাইল ফোন। অভিযোগও দায়ের হয়েছে। প্রবল ভিড়ের মধ্যে থেকেই ফোনগুলো পকেটমারি (Pickpocket) হয়েছে বলে অভিযোগ। এই আর্থার রোড জেলেই বন্দি ছিলেন আরিয়ান খান (Aryan Khan)। শনিবার এখান থেকে ছাড়া পান তিনি। আরিয়ান খানকে স্বাগত জানাতে সেজে ওঠে মন্নত। ঢাক, ঢোল বাজানো হয়। পোড়ে আতশবাজি। হনুমান চালিশা পাঠও হয়। শোনা যাচ্ছে, ছেলেকে ফিরে পেয়ে মুম্বইয়ের জাগ্রত সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে যেতে পারেন শাহরুখ খান।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply