Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশন ব্যথিত: ইসি সচিব




উৎসবমুখর পরিবেশে ও সুষ্ঠু ভোট হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে ভোটগ্রহণ শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, ধারণা করা হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬৫-৭০ শতাংশ ভোট পড়েছে। ভোট অনুষ্ঠিত হয়েছে ৮ হাজার ৭০০টি কেন্দ্রে। ১০টি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে এবং বিচ্ছিন্ন ঘটনায় ৬ জন নিহত হয়েছে। তবে কেউ কেন্দ্রে মারা যায়নি, দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও জানান, ভোট কারচুপি ও সহিংসতায় বন্ধ কেন্দ্রগুলোতে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ভোট নেওয়া হবে। সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশন ব্যথিত। প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে ৮৩৫ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ বৃহস্পতিবার সকালে শুরু হয়। এই ধাপে ২৬টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এর আগে ইসি দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপির তফসিল ঘোষণা করেছিল। কিন্তু পরে ঘোষিত তফসিলের তালিকা থেকে একটি ইউপি বাদ দেওয়া হয়। স্থগিত করা হয় সাতটি ইউপির ভোট। এ ছাড়া সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় পাঁচ ইউপিতে ভোটের প্রয়োজন পড়ছে না। আরও পড়ুন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা তথ্যমতে, দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে ৮১, সংরক্ষিত নারী সদস্য পদে ৭৩ ও সাধারণ সদস্য পদে ২০৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জানা যায়, এই ধাপের ইউপিতে মোট ভোটকেন্দ্র ৮ হাজার ৪৯২টি। মোট ভোটার এক কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ২২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৪ লাখ ৫ হাজার ৮৩১ জন এবং নারী ভোটার ৮১ লাখ ৮৯ হাজার ৩৭৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন। চেয়ারম্যান পদে ৩ হাজার ৩১০, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ হাজার ১৬১ এবং সাধারণ সদস্য পদে ২৮ হাজার ৭৪৭ জন প্রার্থী রয়েছেন। তিন পদে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ হাজার ২১৮ জন প্রার্থী। আরও জানা যায়, ভোটগ্রহণ উপলক্ষে প্রতিটি কেন্দ্র পাহারায় নিয়োজিত রয়েছে ২০ জনের ফোর্স। নির্বাচনী অপরাধের বিচার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নিয়োজিত রয়েছে ৬৭০ জন বিচারিক ও নির্বাহী হাকিম। এ ছাড়াও পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব ও কোস্ট গার্ডের ভ্রাম্যমাণ এবং স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply