পুলিশে চাকরি পেতে একটা পয়সাও খরচ করতে হয়নি’
মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদের লিখিত পরীক্ষা ফলফল ঘোষণা করা হয়েছে। এতে এ জেলার নারী ও পুরুষ মিলে ৪০ জন প্রার্থী নিয়োগ পেয়েছেন। এ নিয়োগে স্বচ্ছতা থাকায় সন্তুষ্টি জানিয়েছেন অভিভাবক ও নিয়োগপ্রাপ্তরা।
সারাদেশের ন্যায় মৌলভীবাজারেও পুলিশ কনস্টেবল পদে নিয়োগের কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমের অংশ হিসেবে গেল ১৪ নভেম্বর থেকে তিনব্যাপী ছিল যাচাই-বাছাই কার্যক্রম। এতে নারী পুরুষ প্রার্থী মিলে এক হাজার ৫৬৮ জন প্রার্থী অংশ নেয়। এর মধ্যে এক হাজার ৩২৮ জন পুরুষ ও ২৪০ জন ছিলেন নারী। চূড়ান্ত বাছাই শেষে অনুষ্ঠিত হয় লিখিত ও মৌখিক পরীক্ষা।
বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ফলাফল। এতে জেলার বিভিন্ন স্থানের নারী ও পুরুষ মিলে ৪০ জন পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পান।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এবারে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়াতে প্রার্থীরা যেমন খুশি। তেমনি অভিভাবকরাও সন্তুষ্টি জানিয়েছেন।
আরও পড়ুন: চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটল বাংলাদেশের
প্রার্থীরা বলছেন, এ চাকরি পেতে একটা পয়সাও খরচ করতে হয়নি। কোনো রকম দুর্নীতি ছাড়াই আমাদেরকে যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হয়েছে। গেল কিছু দিন ধরে খুবই কষ্ট করেছি। এখন খুবই ভালো লাগছে। ভাবতেই পারিনি এভাবে নির্বাচিত হয়ে যাবো।
অভিভাবকরা বলছেন, আমাদের সন্তানদের চাকরি হয়েছে। আগে শুনেছি, পুলিশে চাকরি পেতে অনেক টাকা পয়সা লাগে। কিন্তু আমাদের কোনো টাকা-পয়সা খরচ হয়নি। এ ফলাফলে আমরা খুবই আনন্দিত।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, বাংলাদেশ পুলিশে বিভিন্ন পর্যায়ে নিয়োগ বিষয়ে অনেক ধরনের নেতিবাচক কথা সমাজে প্রচলিত ছিল। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করছি, আমাদের বর্তমান আইজিপি স্যারের নেতৃত্বে এবং সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছার যে প্রতিফলন, সেটা আমরা ঘটাতে পেরেছি। বিভিন্ন পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিনের যে কথিত গ্লানি ছিল, সেটি থেকে বের হয়ে আসতে পেরেছি।
Tag: Zilla News
No comments: