ঝোপের মধ্যে নবজাতক ফেলে গেলেন মা, ৩ নারীর কাড়াকাড়ি
কিশোরগঞ্জের ভৈরবের পৌর কবরস্থানের পাশের ঝোপে সন্তান ফেলে চলে গেছেন মানসিক ভারসাম্যহীন মা। বুধবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার এ ঘটনা ঘটে।
পরে এই শিশুর লালন পালনের দায়িত্ব নিতে কাড়াকাড়ি শুরু হয় তিন নারীর মাঝে। খবর পেয়ে ভৈরব রেলত্তয়ে থানার পুলিশ নবজাতটিকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কর্তব্যরত চিকিৎসক ডা. দেবারুতি দাস প্রয়েজনীয় চিকিৎসা সেবা দেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খবর পেয়ে হাসপাতালে এসে শিশুটিকে পরীক্ষা-নীরিক্ষা শেষে সুস্থ আছে বলে জানান। পরে হাসপাতালের নারী ও শিশু ওয়ার্ডে ভর্তি রাখা হয়। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) আদালতের মাধ্যমে শিশুটির ভাগ্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খুরশেদ আলম।
আরও পড়ুন: অধস্তনের গলা চেপে ধরলেন নির্বাহী প্রকৌশলী, ভিডিও ভাইরাল
এলাকাবাসী জানান, বিকেল সাড়ে ৫টার দিকে করবস্থানের সামনের মাঠে এক নারী প্রসূতি প্রসব ব্যথায় ছটফট করছিলেন। বিষয়টি ওখানে থাকা সরুজ নাহার ও চা বিক্রেতা জাকিয়া বেগমের নজরে আসে।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আহম্মদ বিশ্বাস বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে আমরা একটি কন্যা নবজাতককে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিকেল সাড়ে ৫টার দিকে এক মানসিক ভারসাম্যহীন নারী শিশুকে প্রসব করে ফেলে যায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে জানানো হয়েছে।
No comments: