ভারত-পাকিস্তান থেকে সৌদিতে সরাসরি ভ্রমণের অনুমোদন
ইন্দোনেশিয়া, পাকিস্তান, ব্রাজিল, ভিয়েতনাম, মিসর ও ভারত থেকে সৌদি আরবে ভ্রমণকারীরা সরাসরি প্রবেশ করতে পারবেন।
ভারত-পাকিস্তান থেকে সৌদিতে সরাসরি ভ্রমণের অনুমোদন
আল-আরাবিয়ার খবর বলছে, পহেলা ডিসেম্বর থেকে কার্যকর করা হবে নতুন এই নিয়ম। এর আগে অন্তত দুসপ্তাহ এই ছয় দেশের বাইরে কাটালে কেউ সৌদি আরবে প্রবেশ করতে পারতেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সৌদি প্রেস অ্যাজেন্সি এসপিএ এমন খবর দিয়েছে। সৌদিতে প্রবেশের পর সরকার অনুমোদিত আবাসিক ভবনে অন্তত পাঁচ দিন থাকতে হবে ভ্রমণকারীদের। এ ক্ষেত্রে তারা করোনার টিকা নিয়েছেন কি না; তা বিবেচ্য হবে না।
এসপিএ বলছে, সৌদিতে ভ্রমণের ক্ষেত্রে সব পূর্বসতর্কতামূলক ও নিবৃত্তিমূলক পদক্ষেপ মেনে চলতে হবে। স্থানীয় ও বৈশ্বিকভাবে মহামারি পরিস্থিতির ওপর ভিত্তি করে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
No comments: