Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পারলে ২০২৪-এর ভোটে দাঁড়াতে চাইবেন না, --- দেব




পারলে ২০২৪-এর ভোটে দাঁড়াতে চাইবেন না, আনন্দবাজার অনলাইনে রাজনীতি-অকপট দেব রাজনীতির ময়দানে ভোট চাইতে ২০২৪ সালে কি তাঁকে ফের দেখা যাবে? তিনি কি তৃণমূল ছেড়ে অন্য কোনও দলে যোগ দেওয়ার কথা ভাবেন? আনন্দবাজার অনলাইনের শনিবাসরীয় লাইভ অ-জানাকথায় নিজের রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ গতিপথ স্পষ্ট করলেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। অ-জানাকথায় দেব বললেন, ‘‘যদি সম্ভব হয়, ২০২৪-এর লোকসভা ভোটে আর দাঁড়াতে চাই না।’’ প্রশ্ন ছিল, তা হলে কি ২০২৪ সালে দেব ভোটে না-ও লড়তে পারেন? বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা বললেন, ‘‘২০২৪ এখনও দেরি আছে। তবে আমাকে যদি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়, বলব, অসংখ্য ধন্যবাদ! ‌এমনটা নয় যে আমি অন্য কোনও দলে যোগ দেব। আমার মনে হয়, ১০ বছর যথেষ্ট সময়।’’ আগামী দিনে দেশের রাজনীতির জন্য খুব খারাপ সময় আসতে চলেছে বলেও ইঙ্গিত করেন দেব। কিন্তু কেন? তাঁর কথায়, ‘‘২০১৪ সালে যখন রাজনীতিতে এসেছিলাম, তখন আর ২০২১-এর মধ্যে আকাশপাতাল ফারাক। রাজনীতি অনেক পাল্টে গিয়েছে। রাজনীতিতে এখন রাজ আছে কিন্তু নীতি হারিয়ে গিয়েছে। আদর্শ বলে আর কিছু অবশিষ্ট নেই।’’ এই প্রেক্ষিতেই তিনি তুলে ধরেন তাঁর সঙ্গে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের কথা। দেব বলেন, ‘‘আমি শুধু একটা মানুষকেই ভালবাসি। তিনি হলেন মমতা’দি। তাঁর জন্যই আমি এত দিন পার্টিতে আছি। দিদি (মমতা)-কে অনেক বারই বলেছি। দিদির সঙ্গে আমার একটা অন্য সম্পর্ক। সেখানে দিদিকে ‘না’ বলা আমার পক্ষে সম্ভব নয়।’’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply