Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মসজিদুল হারামে থাকছে ব্রেইল পদ্ধতির কোরআন




সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বৈদ্যুতিন কোরআন প্রকাশ করা হয়েছে। মসজিদুল হারামে থাকছে ব্রেইল পদ্ধতির কোরআন আরব নিউজের খবর বলছে, হারামাইন ইলেক্ট্রনিক কোরআন প্রকাশে অত্যাধুনিক ব্রেইল-ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে দৃষ্টিপ্রতিবন্ধী পর্যটক ও হজযাত্রীরাও কোরআন পড়তে পারবেন। দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সির গাজি আল-থুবিয়ানি বলেন, ১০০টি বৈদ্যুতিন ব্রেইল ডিভাইসের জন্য বিশেষ তাক প্রস্তুত করা হয়েছে। কেবল দৃষ্ট্রিপ্রতিবন্ধীরা এসব তাক ব্যবহার করতে পারবেন। ছয় ইঞ্চি দৈর্ঘ্য ও চার ইঞ্চি প্রস্থের ডিভাইসটির ব্যবহারকারীরা মসৃণভাবেই উচ্চ-মানসম্পন্ন ব্রেইল সেল ব্যবহার করে এক পাতা থেকে আরেক পাতায় যেতে পারবেন। গাজি আল-থুবিয়ানি বলেন, প্রতিটি সেলে ১০টি ‘ডিজিটাল কি’র পাশাপাশি ছয়টি বিন্দু থাকবে। এতে ব্যবহারকারীরা অনায়াসে কোরআনের পাতায় প্রবেশ করতে পারবেন। খুব দ্রুতই এই সেবা দেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, এসব ডিভাইসের জন্য তাক প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে। এতে দৃষ্টিহীন মুসল্লিরা পবিত্র মসজিদে আসতে পারবেন। ব্রেইল পদ্ধতিতে কোরআনের কাগজের সংস্করণও সরবরাহ করা হবে। প্রতিটি মুসহাফ বা কোরআনের কপি ছয়টি খণ্ডে বানানো হয়েছে। আরও পড়ুন: রিজওয়ানের দেওয়া কোরআন নিয়মিত পড়ছেন হেইডেন গাজি আল-থুবিয়ানি আরও বলেন, শিশুরা যাতে তাওহিদ ও ইসলামের মূলনীতি শিক্ষা নিতে পারেন, তা সহজ করতে ব্রেইল পদ্ধতিতে পুস্তিকাও প্রকাশ করা হবে। ব্রেইল পদ্ধতির অভাবে দৃষ্টিপ্রতিবন্ধী মুসলমানরা কোরআন পড়তে গিয়ে বাধার মুখে পড়েন। তাদের কথা ভেবেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply