Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » লটারি কেটে রাতারাতি কোটিপতি হলেন বনগাঁর বর্গাচাষি।




বড়দিনে কোটিপতি হলেন বর্গাচাষি বড়দিনে বড় প্রাপ্তি।

২৫ ডিসেম্বরে এমন এক উপহার পেয়ে আনন্দে আত্মহারা ওই ব্যক্তি। বড়দিন মানেই উপহার। খুদেরা অপেক্ষা করে থাকে কখন সান্তা এসে চুপিচুপি উপহার রেখে যাবে মাথার কাছে। তবে উপহারের অপেক্ষা না করেও বড়দিনে বিরাট প্রাপ্তি হলেন পশ্চিমবঙ্গের বনগাঁর চণ্ডী দাসের। রাতারাতি বদলে গেল ভাগ্য। জানা গেছে, উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার জেয়ালা গ্রামের বাসিন্দা চণ্ডী দাস পেশায় বর্গাচাষী। স্ত্রী ও দুই ছেলে নিয়ে সংসার তার। লোকের জমিতে চাষ করে যা আয় হত, তাতে সংসার চালানো কার্যত দায় হয়ে দাঁড়িয়েছিল। এসবের মাঝে ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনে একটি লটারির টিকিট কেনেন চণ্ডী। ভাবতেও পারেননি মুহূর্তে পাল্টে যাবে ভাগ্য। রাতে টিকিট মেলাতেই চক্ষুচড়কগাছ। চণ্ডী দেখেন, প্রথম পুরস্কারের এক কোটি টাকা পেয়েছেন তিনিই। স্বাভাবিকভাবেই আনন্দের জোয়ারে ভাসতে শুরু করেছে গোটা দাস পরিবার। সূত্রের খবর, কোটি টাকার মালিক হয়েছেন জেনেই সোজা থানায় হাজির হন চণ্ডী। ইতিমধ্যেই পুলিশের পক্ষে তাকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আরও পড়ুন: লাশ পোড়ানোর ঘটনাস্থল থেকে নিখোঁজ ২ মানবাধিকার কর্মী কিন্তু এত টাকা দিয়ে কী করবেন চণ্ডী? তিনি জানিয়েছেন, আগামীতে এই টাকা দিয়ে ঘরবাড়ি ঠিক করবেন। দুই ছেলের ভবিষ্যতে যাতে কোনো সমস্যা না হয়, তা দেখবেন। অবশেষে দিন ফিরল, সান্তাকে ধন্যবাদ জানাচ্ছেন বনগাঁর চণ্ডী। সূত্র: সংবাদ প্রতিদিন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply