SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নাগিন সস'-এ মজেছেন অমিতাভ! ভাইরাল এই সস কী দিয়ে তৈরি, দামই বা কত?
শুধু অমিতাভ নয়, এই সস পছন্দ অভিষেকেরও। কী এই বিশেষ সস জানতে মরিয়া নেটিজেনরা। Amitabh Bachchan:'নাগিন সস'-এ মজেছেন অমিতাভ! ভাইরাল এই সস কী দিয়ে তৈরি, দামই বা কত? নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন অমিতাভ বচ্চন(Amitabh Bachchan)। সেই ছবিতে দেখা যাচ্ছে সদাব্যস্ত বিগ বি তাঁর ব্যস্ত কাজের শিডিউলের মাঝেই নিজের জন্য় কিছুটা সময় বের করেছেন। সেই সময়েই ফুটবল ম্যাচ দেখছেন তিনি। কিন্তু শুধু ম্যাচ নয়, তার সঙ্গে কয়েকরকমের ফাস্টফুডও খাচ্ছেন তিনি। সেখানে রয়েছে পাস্তা, গার্লিক ব্রেড, ফ্রেঞ্চ ফ্রাইস সঙ্গে এক বিশেষ ধরনের সস, নাগিন সস (nagin sauce)। অমিতাভের সেই সসেই মজেছে ইন্টারনেট(internet)। কী এই নাগিন সস, তা নিয়ে আগ্রহের শেষ নেই নেটিজেনদের। ছবি পোস্ট করে ক্যাপশনে অমিতাভ লিখেছেন, 'দীর্ঘ কাজের পর বিরতি। প্রিমিয়ার লিগ ফুটবল, পাস্তা, ফ্রেঞ্চ ফ্রাইস, গার্লিক ব্রেড আর নাগিন সস!! আহাহাহহাহহাহা...এটার জন্য অস্থির হয়ে গিয়েছিলাম।'অমিতাভের সেই পোস্টের কমেন্ট সেকশনে এক নেটিজেন লিখেছেন,'হা হা নাগিন সস, আমি অবশ্যই ট্রাই করব।' তার প্রত্যুত্তরে অমিতাভ লিখেছেন,'এটা দারুণ ও তীব্র,বিভিন্ন পণ্য রয়েছে।' এমনকি অমিতাভের পোস্টে কমেন্ট করে অভিষেক (Abhishek Bachchan) লিখেছেন তিনিও এই সস খেতে উদগ্রীব।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply