Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বিপিএলে মাহমুদউল্লাহর দলে মাশরাফি-তামিম




বিপিএলে মাহমুদউল্লাহর দলে মাশরাফি-তামিম এবারের বিপিএলে অটো চয়েজে সাকিব, মুশফিক, মোস্তাফিজ ও নাসুমের পর দল পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু অটো চয়েজ সুবিধায় কোনো দল নেয়নি বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। এবার জানা গেল, দল পেয়েছেন তামিম ও মাশরাফি। দুজনের ভাগ্য খুলে দিল ঢাকা। মাহমুদউল্লাহ রিয়াদের দলে খেলবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি ও বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এ ছাড়া জাতীয় দলের অন্যতম ওপেনার লিটন দাসকে নিয়েছে কুমিল্লা। নাজমুল হাসান শান্তকে নিয়েছে বরিশাল। জাতীয় দলের তরুণ অলরাউন্ডার আফিফ হাসান ধ্রুবকে নিয়েছে চট্টগ্রাম। এদিকে জানা গেছে, বরিশালের হয়ে এবারের বিপিএলে খেলবেন ক্যারিবীয় ব্যাটিং জায়ান্ট ক্রিস গেইল। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান শুরুর আগমুহূর্তে গেইলকে দলভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল অঞ্চলের প্রতিনিধিত্বকারী ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে গেইল চট্টগ্রামের হয়ে খেলবেন বলে জানা গিয়েছিল। এ নিয়ে চট্টগ্রামের সঙ্গে মৌখিক কথাবার্তাও হয় গেইলের। কিন্তু শেষ পর্যন্ত বরিশালের সঙ্গে কথা পাকাপাকি করেছেন টি-টোয়েন্টির বস। ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে দলে ভেড়ানোর ইচ্ছা ছিল বরিশালের। কিন্তু রাসেলকে শেষ পর্যন্ত না পেয়ে গেইলের দিকে মনোযোগী হয় বরিশাল। বরিশাল দলটিতে অটো চয়েজ হিসেবে আগেই নাম লিখিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ ছাড়া বিদেশিদের এই দলের হয়ে খেলবেন আফগানিস্তানের মুজিব উর রহমান ও শ্রীলংকার দানুশকা গুনাথিলাকা। এবার তৃতীয় বিদেশি হিসেবে যুক্ত হলেন ক্রিস গেইল। একনজরে দেখে নেওয়া যাক প্রথম দুই রাউন্ড শেষে কে কোন দলে: কুমিল্লা ভিক্টোরিয়ানস– লিটন দাস (ক্যাটাগরি ‘বি’), শহিদুল ইসলাম (ক্যাটাগরি ‘সি’) ঢাকা– মাশরাফি বিন মর্তুজা (ক্যাটাগরি ‘এ’), তামিম ইকবাল (ক্যাটাগরি ‘এ’), রুবেল হোসেন (ক্যাটাগরি ‘বি’) সিলেট সানরাইজার্স – মোসাদ্দেক হোসেন (ক্যাটাগরি ‘বি’), মোহাম্মদ মিঠুন (ক্যাটাগরি ‘বি’) খুলনা টাইগার্স – শেখ মেহেদী হাসান (ক্যাটাগরি ‘বি’), সৌম্য সরকার (ক্যাটাগরি ‘বি’) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স– শরিফুল ইসলাম (ক্যাটাগরি ‘বি’), আফিফ হোসেন ধ্রুব (ক্যাটাগরি ‘বি’) ফরচুন বরিশাল – নুরুল হাসান সোহান (ক্যাটাগরি ‘বি’), নাজমুল হোসেন শান্ত (ক্যাটাগরি ‘বি’)






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply