Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মানুষ ও প্রাণির দেহে করোনা পরীক্ষা করে নতুন তথ্য জানালেন বিজ্ঞানীরা




মানুষ থেকে প্রাণির দেহে করোনার সংক্রমণ ঘটলে ভাইরাসটির নতুন নতুন ধরন তৈরির ঝুঁকি বাড়ে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেসের গবেষক দল এ দাবি করেছে। ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস–এর গবেষণা সাময়িকী ‘পিএনএএস’-এ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। গবেষণায় বিড়াল, কুকুর, নকুল ও ধেড়ে ইঁদুর জাতীয় প্রাণিকে সংক্রমিত করার পর করোনার মিউটেশন (রূপান্তরিত ধরন) কেমন হচ্ছে, তা পর্যবেক্ষণ করা হয়েছে। বর্তমানে এক প্রজাতির প্রাণি থেকে অন্য প্রজাতির প্রাণির মধ্যে করোনা সংক্রমণ ছড়াচ্ছে। বন্য প্রাণি, চিড়িয়াখানার প্রাণি ও পোষা প্রাণির মধ্যে করোনা শনাক্ত হওয়ার খবর হরহামেশাই গণমাধ্যমেও চোখে পড়ছে। তবে প্রাণি প্রজাতিতে অন্য ভাইরাসের ক্ষেত্রে এ ঘটনা বিরল। কোভিড-১৯ বা সার্স কভ-২ ভাইরাসে তা ব্যতিক্রম দেখা যাচ্ছে। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের বন্য প্রাণির রোগসংক্রান্ত বিশ্লেষক এরিক গানি জানান, মানুষ বিভিন্ন ধরনের পশুপ্রাণির সংস্পর্শে আসে। এর ফলে ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণিকে সংক্রমিত করার সুযোগ পায় সার্স কভ-২। ভাইরাসটির রূপান্তর নিয়ে পরীক্ষায় দেখা গেছে, বিভিন্ন প্রাণির শরীরে প্রবেশের পর ভাইরাস আরও রূপান্তরিত হয়েছে। গবেষক বোস্কো লোথ একে মানবদেহে করোনার নতুন ধরন সৃষ্টি হওয়ার প্রক্রিয়ার সঙ্গেই তুলনা করেছেন। তিনি জানান, যেসব মানুষের শরীর সার্স কভ-২ ভাইরাসের সংক্রমণের সঙ্গে খাপ খাইয়ে ফেলে, তাদের শরীরে ভাইরাসটির রূপান্তরিত হওয়ার আশঙ্কা বেশি থাকে। ২০২০ সালের শুরুর দিকে মানবদেহ থেকে সার্স কভ-২ এর নমুনা সংগ্রহ করা হয়েছিল। ওই নমুনা চারটি পোষা প্রাণি প্রজাতির সংস্পর্শে আনা হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply