SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » SAvsIND: Virat Kohli-র কোন মন্তব্যে মজে রয়েছেন Allan Donald?
দক্ষিণ আফ্রিকার বাউন্সি পিচে আগুন ঝরানোর জন্য ফুটছেন জসপ্রীত বুমরা, মহম্মদ শামি। র নিজস্ব প্রতিবেদন: ২০১৭-১৮ মরশুমের দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরে ভারতীয় দল (Team India) ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল। তবে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও মহম্মদ শামির (Mohammed Shami) আগুনে বোলিংয়ের উপর ভর করে জোহানেসবার্গের তৃতীয় টেস্টে ৬৩ রানে জিতে যায় ভারত। সেই ম্যাচ জয়ের পরেই বিরাট কোহলি (Virat Kohli) সদর্পে বলেছিলেন, "এই ভারতীয় দলের মধ্যে লড়াই করার রসদ ও দম আছে।" চার বছর আগে বলা কোহলির সেই মন্তব্যে এখনও মজে রয়েছেন অ্যালান ডোনাল্ড (Allan Donald)। ২৬ ডিসেম্বর থেকে সুপারস্পোর্টস পার্ক সেঞ্চুরিয়ানে শুরু হবে বক্সিং ডে টেস্ট। প্রথম টেস্টের আগে দুই দলের শক্তি ও দুর্বলতা নিয়ে ডোনাল্ড বলেন, "এটা যে হাড্ডাহাড্ডি সিরিজ হবে সেই বিষয়ে আমার মনে কোনও সন্দেহ নেই। বাকিদের মতো আমিও তিন টেস্টের প্রতিটি বল দেখার জন্য মুখিয়ে আছি।" এরপরেই তিনি যোগ করেন,"চার বছর আগে ভারত টেস্ট সিরিজ হারলেও, কোহলির একটা মন্তব্য আমার মন কেড়ে নিয়েছিল। শুধু দেশের মাটিতে টেস্ট জয় নয়, কোহলি বিদেশের কঠিন ও প্রতিকুল পরিস্থিতিতেও টেস্ট জয়ের কথা ভাবত। গত কয়েক বছরে ওর সতীর্থরাও সেই ভাবে মেলে ধরেছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের দেশে জোড়া টেস্ট সিরিজ জয় থেকে শুরু করে বিশ্ব টেস্ট ফাইনালে কোয়ালিফাই করা কিন্তু মুখের কথা নয়। কোহলির নেতৃত্বে এগিয়ে যাওয়া ভারতীয় দলের এটাই বৈশিষ্ট। আর তাই বর্তমান ভারতীয় দলের খেলা ভাল লাগে।"


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply