Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বিমান চালনায় বিশ্বরেকর্ড জারার




সর্বকনিষ্ঠ নারী হিসেবে একক বিমান চালনায় বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে ব্রিটিশ-বেলজিয়ান নাগরিক, জারা রাডারফোর্ড। সোমবার বিশ্ব ভ্রমণ শেষে বেলজিয়ামে ফিরে এলে বিশ্ব রেকর্ডের খাতায় নাম উঠবে ১৯ বছর বয়সী জারা রাডারফোর্ডের। বিমান চালনা কারো কাছে যেমন পেশা আবার কারো কাছে নেশার মতো। একক বিমান ভ্রমণ করে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে মাত্র ১৯ বছর বয়সী ব্রিটিশ-বেলজিয়ান নাগরিক, জারা রাডারফোর্ড। গেল বছরের আগস্টে পশ্চিম বেলজিয়ামের একটি বিমানবন্দর থেকে যাত্রা করে জারা। আগামী সোমবার বেলজিয়ামে ফিরে আসার কথা রয়েছে তার। বেলজিয়াম ফেরার মধ্য দিয়ে আকাশে ৫১ হাজার পথ অতিক্রম হবে জারার। এরই মধ্যে ৫ টি মহাদেশসহ ৫২ টি দেশ উড়েছেন তিনি। বিমান ভ্রমণে বিশ্ব রেকর্ড করার জন্য সবকটি শর্ত পূরণ করেছেন তিনি। শর্ত পূরণের জন্য নিজের পরিকল্পনা মতো বিশ্বের দুই প্রান্তের দুটি দেশ ভ্রমণ করতে হয়েছে তাকে। এ জন্য তিনি বেছে নেন ইন্দোনেশিয়ার জাম্বি আর কলোম্বিয়ার টুমাকো। নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে জারা বলেন, তাকে দেখে অনেক নারী কাজের ক্ষেত্রে বিজ্ঞানপ্রযুক্তি ও গণিতে উৎসাহী হবেন। আরও পড়ুন: ইরান নিয়ে বিশ্বকে সতর্ক করল ইসরায়েল তিনি বলেন, এটা আমার সারা জীবনের স্বপ্ন ছিল। আমি সব সময় ভাবতাম এটি অসম্ভব। পরে আমি ভাবলাম এটা কাউকে জানানো দরকার না হলে, এটা সম্ভব হবে না। আমার বাবা-মাকে জানালে তারা আমাকে উৎসাহ দেয়। আমি আশা করি আমাকে দেখে অনেকেই বিজ্ঞান ও প্রযুক্তিতে উৎসাহী হবে। বাবা-মার কাছেই বিমান চালনার হাতেখড়ি জারার, কেননা দুজনই যে বিমান চালক। এ বছর নভোচারী হওয়ার স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন তিনি। এর আগে ২০১৭ সালে ৩০ বছর বয়সী সায়েস্তা অয়েজ প্রথম নারী হিসেবে একক বিমান চালনায় বিশ্ব রেকর্ড করেছিলেন। ২০১৮ সালে পুরুষ হিসেবে বিশ্ব রেকর্ড গড়েন ১৮ বছর বয়সী মেসন এন্ড্রো।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply