Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ‘নরকের দরজার’ আগুন নেভাতে নির্দেশ




তুর্কমেনিস্তানে ‘নরকের দরজা’ বলে পরিচিত মরু গর্তের আগুন নিভিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। ‘ন পরিবেশ ও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে অলৌকিক এই গর্ত বন্ধের নির্দেশ দিয়েছেন গুরবাঙ্গুলি বেরদিমুখামেদভ। কয়েকদশক ধরেই আগুন জ্বলছে গর্তটিতে। তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমির আগুন গর্ত। যা অনেকটা পরিচিত ‘নরকের দরজা’ নামেই। দীর্ঘ পাঁচ দশক ধরেই আগুন জ্বলছে গর্তটিতে। শনিবার (৮ জানুয়ারি) এক নির্দেশে গর্তটি বন্ধ করে দিতে বলেছেন তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুখামেদভ। বিবিসি জানায়, পরিবেশ ও স্বাস্থ্যগত কারণে এটি বন্ধ করতে চান গুরবাঙ্গুলি। এরইমধ্যে গর্তের আগুন নেভাতে একটি উপায় বের করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। এর আগেও বেশ কয়েকবার এই গর্তের আগুন নেভানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কারাকুম মরুভূমির আগুন গর্ত নিয়ে অনেক রহস্য ছড়িয়ে আছে। কেউ কেউ মনে করেন ১৯৬০-এর দশকে এই বড় আকারের গর্ত তৈরি হয়েছে। আর এতে আগুন জ্বলতে শুরু করে আশির দশকে। আরও পড়ুন: ‘নরখাদক’ শিক্ষকের যাবজ্জীবন আবার অনেকে মনে করেন, ১৯৭১ সালে সোভিয়েত খননের সময় এর সৃষ্টি। কারণ তারা প্রথমবার গর্তটি আবিষ্কার করেন। আরও পড়ুন: কাজাখস্তানে বিক্ষোভকারীদের গুলি করে হত্যার নির্দেশ তবে ২০১৩ সালে নতুন এক গবেষণায় জানানো হয়, এই গর্ত কবে সৃষ্টি হয়েছে বা কবে থেকে এর আগুন জ্বলছে, তা কেউ জানে না। প্রতিবছর হাজারো পর্যটক ভিড় করেন গর্তটি দেখতে। স্থানীয়দের বিশ্বাস, এই দরজা দিয়েই যেতে হয় নরকে। আর তাই আগুন গর্তটির নাম দিয়েছেন, নরকের দরজা






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply