Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মহাকাশে চীনা রোবটযানের প্রায় ১ হাজার মিটার পথ




চীনের মহাকাশ সংস্থার পাঠানো ইয়ুতু-২ নামের রোবটযান ইতোমধ্যে চাঁদের চারপাশে প্রায় এক হাজার মিটার পথ অতিক্রম করেছে। এদিকে মহাকাশ স্টেশনে অবস্থিত মহাকাশযান শেনঝো-১৩ এর নভোচারীরা তিয়ানঝো-২ এর সঙ্গে সংযোগ ও ডকিং পরীক্ষা শেষ করেছে। পৃথিবীর আধিপত্য ছাড়িয়ে মহাকাশেও চীনের অবস্থান লক্ষ্য করার মতো। দরিদ্র একটি দেশ থেকে গত চার দশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে চীন। এরই ধারাবাহিকতায় এককভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তৈরি করেছে চীনের মহাকাশ সংস্থা। তিয়ানহে নামের এই স্টেশনে নভোচারীদের থাকার ঘরসহ সব রকম সুযোগ সুবিধা আছে। ২০১৯ সালের জানুয়ারিতে চাঁদে ইয়ুতু-২ নামের সৌরশক্তিচালিত রোবটযান পাঠায় চীন। অত্যাধুনিক ক্যামেরাসম্বলিত এই রোবটযান মহাকাশের স্পষ্ট ছবি পাঠাতে সক্ষম বলে জানায় চীনা মহাকাশ সংস্থা। ইতোমধ্যে সফলভাবে ৩৮ চন্দ্রদিন পার করেছে রোবটযানটি। যা পৃথিবীর ৫৩২ দিনের সমান। সম্প্রতি রোবটযানটির ক্যামেরায় চাঁদের মাটিতে ধরা পড়ে অদ্ভুত আকৃতির এক কুঁড়েঘর। স্থানীয় সময় বৃহস্পতিবার চীনা মহাকাশ সংস্থা জানায়, রোবটযানটি চাঁদের চারপাশে এ পর্যন্ত এক হাজার মিটার পথ অতিক্রম করেছে। আরও পড়ুন: চীনে ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ১৬ এদিকে মহাকাশ স্টেশনের মূল মডিউল শেনঝো-১৩ এর নভোচারীরা তিয়ানঝো-২ নামের কার্গোবাহী মহাকাশযানের সঙ্গে যুক্ত করেন এবং ডকিং পরীক্ষা সম্পন্ন করেন। দুই ঘন্টার এই পরীক্ষাটি বেইজিং-এর স্থানীয় সময় শনিবার ৭টা ৫৫ মিনিটে সফলভাবে শেষ হয়। মহাকাশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বিগত কয়েক বছর ধরে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে চীন। প্রথম দেশ হিসেবে তারাই চাঁদের দুর্গম প্রান্তে রোবট পাঠাতে সক্ষম হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply