Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » দীর্ঘ ৪৪ বছরের খরা ভেঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনের নারী শিরোপা জিতলেন বার্টি




অস্ট্রেলিয়ার অ্যাশ বার্টি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপে মহিলাদের একক ফাইনাল জয়ের পর ড্যাফনে আখর্স্ট মেমোরিয়াল কাপ হাতে নিয়ে দর্শকদের অভিনন্দন গ্রহণ করছেন।২৯ জানুয়ারী ২০২২। অস্ট্রেলিয়ার অ্যাশ বার্টি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপে মহিলাদের একক ফাইনাল জয়ের পর ড্যাফনে আখর্স্ট মেমোরিয়াল কাপ হাতে নিয়ে দেশের মাটিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে বাজিমাত করলেন অস্ট্রেলীয় নারী টেনিস তারকা অ্যাশলি বার্টি। দীর্ঘ ৪৪ বছর পর নারী ও পুরুষ মিলিয়ে এই প্রথম দেশটির কোনো খেলোয়াড় অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন। শনিবার (২৯ জানুয়ারি) নারী এককের ফাইনালে ড্যানিয়েল কলিন্সকে ৬-৩, ৭-৬ (২) সেটে হারিয়ে ট্রফি ঘরে তোলেন অ্যাশ বার্টি। ফাইনালের প্রথম সেটে যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল কলিন্সকে অনায়াসে ধরাশায়ী করেন ২৫ বছর বয়সী বার্টি। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান ২৮ বছর বয়সী আমেরিকান খেলোয়াড়। ৫-১ গেমে এগিয়ে যান তিনি। হাল ছাড়েননি বার্টি। দ্বিতীয় সেটে একের পর এক পয়েন্ট নিয়ে খেলা নিয়ে যান টাইব্রেকারে। কলিন্সের কপাল মন্দ। ৭-৬ (২) পয়েন্টে সরাসরি সেটে ম্যাচ এবং ট্রফি দুটোই নিজের দখলে নেন বার্টি। ১৯৭৮ সালে ক্রিস ও’নিলের পর এই প্রথম কোনো অজি নারী খেলোয়াড় অস্ট্রেলিয়ান ওপেন এককের চ্যাম্পিয়ন হলেন। এ ছাড়া সর্বশেষ ১৯৮০ সালে আরেক অজি খেলোয়াড় ওয়েন্ডি টার্নবুল অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের ফাইনালে উঠেছিলেন। এই নিয়ে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন বার্টি। তিনি গত বছর গ্রাস কোর্টে জিতেছিলেন উইম্বলডন। ২০১৯ সালে ক্লে কোর্টে জিতেছিলেন ফরাসি ওপেনের শিরোপা। এবার মেলবোর্নের হার্ড কোর্টে জয়ের মাধ্যমে তিন ধরনের কোর্টে জয়লাভের রেকর্ড গড়লেন তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply