Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ‘আমি বলেছিলাম বারবার তো হারতে পারি না’




নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অতীতের ফলাফল মোটেও ভালো নয় টাইগারদের। টেস্টের সাদা পোশাকে কিউইদের মাঠে জয় তো দূরে থাক ড্রও করতে পারেনি বাংলাদেশ। গত পাঁচ বছরে এ নিয়ে চারবার ৪০০ বা তার বেশি রানের ইনিংস দেখল বাংলাদেশ। প্রথম ইনিংসে লিড নেওয়ার পরও পরাজয় দেখেছে বাংলাদেশ। ২০১৭ সালে ওয়েলিংটনে ৮ উইকেটে ৫৯৫ রান করে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ডকে ৫৩৯ রানে অলআউট করে টাইগাররা। প্রথম ইনিংসে এগিয়ে থেকেও শেষপর্যন্ত হেরে যায় বাংলাদেশ দল। অতীতের সেই তিক্ত অভিজ্ঞা এড়িয়ে ভালো কিছু করার জন্য সিরিজ শুরুর আগে বেশ কিছু পরামর্শ দেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, আমি সবার সাথে আলাদাভাবে কথা বলি। চেষ্টা করি প্রেরণা দিতে। দলগতভাবে সবাইকে একটা কথাই বলেছিলাম- আমরা এখানে দশটা ম্যাচ খেলেছি। একবার ৫৯৫ করে ইনিংস ঘোষণা করেও হেরেছিলাম। আমি বলেছিলাম বারবার তো হারতে পারি না। তিনি বলেন, একটা গ্রুপকে তো ভালো করতে হবে। এ গ্রুপটাই করতে পারে। প্রক্রিয়া যেন ঠিক থাকে, সাহস নিয়ে খেলতে পারি। এমন কোনো জুজু নেই যে পারব না। আমাদের আত্মবিশ্বাস ছিল আমরা পারব। এ মোটিভেশনই দেওয়ার চেষ্টা করেছি। ক্রিকেটারদের সাহস দিয়ে সুজন আরও বলেন, তবে ভয় ছিল সত্যি বলতে। কী তরুণ একটা দল। সাদমান, জয়, শান্ত, ইয়াসির, লিটন- পাঁচজনই তেমন অভিজ্ঞ না। তবে প্রত্যেকের ভালো খেলার সামর্থ্য আছে। ছেলেরা অনেক মনোযোগী ছিল, অনেক কষ্ট করেছে, ভালো খেলতে যা করা দরকার সবকিছু করেছে। সবকিছু ম্যাচটাতে কাজে লেগেছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply