কেজিতে ৪ টাকা ১৫ পয়সা কমলো সিলিন্ডার গ্যাসের দাম
দেশের বাজারে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। চলতি মাসের জন্য বেসরকারি পর্যায়ে প্রতি কেজি এলপিজি দাম ধরা হয়েছে ৯৮ টাকা ১৭ পয়সা। গত মাসে যা ছিল ১০২ টাকা ৩২ পয়সা। এর মাধ্যমে কেজিতে চার টাকা ১৫ পয়সা বেশি কমলো সিলিন্ডার গ্যাসের দাম।
সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষণা অনুসারে, বহুল ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডারের দাম হয়েছে ১ হাজার ৭৮ টাকা ৷ ডিসেম্বরে এর দাম ছিল ১ হাজার ২২৮ টাকা। ফলে সিলিন্ডার প্রতি কমলো ১৫০ টাকা। আজ ৩ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে এই দাম কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশেও এর দাম কমানো হলো।
সংশ্লিষ্টরা জানান, সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই কমেছে। একই সঙ্গে কমেছে পরিবহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত এলপিজির (অটোগ্যাস) দাম। সংবাদ সম্মেলনে কমিশন চেয়ারম্যান আব্দুল জলিলসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত (রেটিকুলেটেড) এলপিজির দাম প্রতি কেজি ৯৯ টাকা ০৮ পয়সা থেকে কমিয়ে ৯৪ টাকা ৯৪ পয়সা করা হয়েছে।
বিইআরসির ঘোষণা অনুসারে, জানুয়ারি মাসের জন্য অটোগ্যাসের দাম হবে প্রতি লিটার ৫৪ টাকা ৯৪ পয়সা। যা ডিসেম্বর মাসে ছিল ৫৭ টাকা ২৪ পয়সা। এতে লিটারে কমেছে প্রায় ২ টাকা ৩০ পয়সা।
সংবাদ সম্মেলনে বলা হয়, সৌদি সিপি অনুসারে জানুয়ারি মাসে আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম যথাক্রমে প্রতি টন ৭৯৫ ডলার থেকে কমে ৭৪০ ডলার এবং ৭৫০ ডলার থেকে কমে ৭১০ ডলারে নেমেছে। প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ ধরে জানুয়ারি মাসের এলপিজির মূল্য নির্ধারণ করা হয়েছে।
Tag: English News lid news politics
No comments: