ল্যাথামের অর্ধশতকে প্রথম সেশন কিউইদের
ক্রাইস্টাচার্চে দ্বিতীয় টেস্টের প্রথম সেশন নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন অধিনায়ক টম ল্যাথাম ও উইল ইয়ং। এরইমধ্যে ২৫ ওভারে বিনা উইকেটে ৯২ রানের পার্টনাশিপ করেছেন তারা।
অন্যদিকে বাংলাদেশের বোলারদের নেই তেমন ভয় ধরানো স্পেল। প্রথম টেস্টের জয়ের নায়ক ইবাদতের কয়েকটি ওভার বাদ দিলে বেশ খরুচেই ছিলেন তিনি। মধ্যাহ্ন বিরতির আগে ১০ ওভারে ৩৩ রান দিয়েছেন তাসকিন, ৯ ওভারে ২৭ রান শরিফুল আর ৬ ওভারে ৩২ রান দিয়েছেন ইবাদত হোসেন।
তবে, বল হাতে নিয়েই টাইগারদের সফলতা এনে দিয়েছিলেন ইবাদত। ৯ম ওভারের দ্বিতীয় বলে টম ল্যাথামকে এলবিডাব্লিউ করেন ইবাদত। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান কিউই অধিনায়ক। একই ওভারের পঞ্চম বলে আবারও আঘাত হানেন ইবাদত। এবারেও তার শিকার লাথাম। এবারও রিভিউতে রক্ষা পান ল্যাথাম।
আরও পড়ুন: ইনজুরিতে নেই মুশফিক, অভিষেক নাঈমের
জীবন পেয়েই আক্রমণাত্মক হয়ে ওঠেন কিউই অধিনায়ক। ওয়ানডে মেজাজে খেলে মাত্র ৬৫ বলেই পূর্ণ করেন নিজের অর্ধশতক। অন্যদিকে দেখে শুনে খেলছেন উইল ইয়ং।
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৮৩ বলে ৬৬ রানে অপরাজিত ল্যাথাম আর উইল ইয়ং ৬৭ বলে মাত্র ২৬ রান করে আছেন উইকেটে।
এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্রাইস্টাচার্চে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। প্রথম টেস্টের একাদশ থেকে দুটি পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। আর এক পরিবর্তন নিয়ে মাঠে নামে কিউইরা।
Tag: English News games politics
No comments: