Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » মরে নরকেও যেন জায়গা না পায়', করোনা আক্রান্ত স্বরার মৃত্যুকামনা করে টুইট




মরে নরকেও যেন জায়গা না পায়', করোনা আক্রান্ত স্বরার মৃত্যুকামনা করে টুইট পাল্টা দিলেন অভিনেতা

Swara Bhasker: 'মরে নরকেও যেন জায়গা না পায়', করোনা আক্রান্ত স্বরার মৃত্যুকামনা করে টুইট নিজস্ব প্রতিবেদন: নেটিজেনদের একাংশ বলছেন, দিন দিন মানুষের মধ্য়ে বাড়ছে ঘৃণা। ক্রমাগত নিষ্ঠুর হয়ে যাচ্ছে মানুষ। সাম্প্রতিক একটি ঘটনা এরই প্রমাণ। কাউকে অপছন্দ হতেই পারে। তা বলে কারও মৃত্যু কামনা করাব আমরা? এ যেন কোনও মতেই মেনে নেওয়া যায় না। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন স্বরা ভাস্কর (Swara Bhasker)। টুইটারে নিজের আক্রান্ত হওয়ার কথা জানান বলি অভিনেতা। এরপর তাঁর সঙ্গে যা ঘটল, তা হয়ত কেউ ভাবতেও পারবে না। করোনা আক্রান্ত হওয়ার খবর টুইটারে পোস্ট করতেই বহু মানুষের থেকে সমবেদনা পান স্বরা ভাস্কর (Swara Bhasker)। বেশির ভাগ মানুষই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, সেই কামনা করেন অভিনেতার বহু অনুরাগী। তবে এই সবের মাঝে টুইটারে ভেসে ওঠে বেশ কয়েকটি অদ্ভুত বার্তা। সুস্থতা কামনার বদলে স্বরার (Swara Bhasker) মৃত্যু কামনা করে বেশ কয়েকজন। কেউ লেখে, 'RIP'। কেউ লেখে, "২০২২-এ এখনও পর্যন্ত শোনা সেরা খবর। ওনার দ্রুত মৃত্যু কামনা করি। উনি যেন নরকেও জায়গা না পান।" যারা তাকে নিয়ে ট্রোল করেছিল, তাদের যোগ্য জবাব দেন স্বরা ভাস্কর (Swara Bhasker)। স্ক্রিনশট শেয়ার করে তিনি পাল্টা টুইটারে লেখেন, "আমাকে পছন্দ না করা চিন্টুরা এবং যারা আমার মৃত্যুকামনা করছেন...বন্ধুরা আপনাদের ভাবনা চিন্তা নিয়ন্ত্রণে রাখুন...আমার কিছু হয়ে গেলে আপনাদের রুজি-রুটি বন্ধ হয়ে যাবে...ঘর কীভাবে চলবে?" বৃহস্পতিবার করোনা আক্রান্ত হন স্বরা ভাস্কর (Swara Bhasker)। হালকা জ্বর, মাথা ব্যথা ছিল তাঁর। বর্তমানে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply