জার্মানিতে একদিনে করোনা সংক্রমণ লাখ ছাড়াল
জার্মানিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্ত এক লাখ ছাড়িয়েছে। বুধবার (১০ জানুয়ারি) দেশটির জনস্বাস্থ্য সংস্থার প্রকাশ করা উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপির।
রবার্ট কোচ ইনস্টিটিউট জানায়, জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক লাখ ১২ হাজার ৩২৩ জন আক্রান্ত ও ২৩৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে প্রতি লাখে আক্রান্তের হার ৫৮৪ দশমিক ৪ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: পাকিস্তানে ছয় মাসে রেকর্ড করোনা শনাক্ত
এদিকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার লাগাম টেনে ধরতে আবারো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে জার্মানি। এসব পদক্ষেপের আওতায় যারা বুস্টার ডোজ গ্রহণ করেছে, যারা পূর্ণ ডোজ টিকা নিয়েছে কিংবা করোনা থেকে সুস্থ হয়ে উঠছে কেবল সীমিতপরিসরে তারাই বিভিন্ন বার ও রেস্তোরাঁয় প্রবেশের সুযোগ পাবে।
এছাড়া ১০ জনের বেশি মানুষ একত্রিত হওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
Tag: English News world
No comments: