Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ফিলিস্তিনের পক্ষে সংহতি, এমার পাশে চলচ্চিত্র ব্যক্তিত্বরা




ফিলিস্তিনের পক্ষে সংহতি, এমার পাশে চলচ্চিত্র ব্যক্তিত্বরা ফিলিস্তিনিদের হয়ে সংহতি প্রকাশ করে সামাজিকমাধ্যমে পোস্ট দেওয়ার পর ইসরায়েলি কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়েছেন হ্যারি পটার্স অভিনেত্রী এমা ওয়াটসন। তবে তার পাশে দাঁড়িয়েছেন মার্ক রুফালো, সুসান সারান্ডন, গায়েল গারসিয়া বেরনেল ও ভিগো মর্টারসনের মতো বিখ্যাত চলচ্চিত্রকর্মীরা। চলচ্চিত্র শিল্পের চল্লিশের বেশি ব্যক্তিত্বের সই করা একটি বিবৃতিতে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এমা ওয়াটসনকে সমর্থন দেওয়া হয়েছে। তারা বলেন, ‘সংহতি একটি ক্রিয়া’ অর্থে দেওয়া এক সাদামাটা বিবৃতিতে আমরা এমা ওয়াটসনকে সমর্থন জানাচ্ছি। আন্তর্জাতিক আইনের অধীন ফিলিস্তিনিদের মানবাধিকারের লড়াইয়ের অর্থপূর্ণ সংহতিতেও আমরা তার পাশে আছি।

বিবৃতিতে বলা হয়, দখলদার শক্তি ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যকার অন্তর্হিত ভারসাম্যহীনতাকে আমরা স্বীকার করছি। গেল সপ্তাহে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ‘সংহতি একটি ক্রিয়া’ স্লোগানের একটি পোস্ট শেয়ার করেছেন এমা। এরপরেই তা সামাজিকমাধ্যমে আলোড়ন তুলেছে। ১০ লাখেরও বেশি লাইক পড়েছে তার পোস্টে। ইসরাইলি কর্মকর্তার দ্রুত তার পোস্টের নিন্দা জানিয়েছেন। হ্যারি পটার চলচ্চিত্রে হারমোইন গ্র্যাংগারের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন এই ব্রিটিশ অভিনেত্রী। জাতিসংঘে সাবেক ইসরাইলি রাষ্ট্রদূত ড্যান্নি ডানোন বলেন, ইহুদিবিদ্বেষী হওয়ায় গ্রেফিনডর থেকে ১০টি পয়েন্ট এসেছে। এখানে গ্রেফিনডর বলতে হ্যারি পটার চলচ্চিত্রকে উল্লেখ করা হয়েছে। হ্যারি পটারে কাল্পনিক চরিত্র কাজ করলেও বাস্তবে তার কোনো দাম নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘে ইসরাইলি রাষ্ট্রদূত গিলার ইরডান। তিনি বলেন, কল্পনা যদি বাস্তবেও কাজে লাগত, তবে যাদুর রাজ্যের মন্ত্র দিয়ে হামাসের মতো অশুভ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষকে উৎখাত করা হতো। আরও পড়ুন: ইরানের পরমাণু চুক্তি নিয়ে ইসরাইলের উদ্বেগ চলচ্চিত্র ব্যক্তিত্বরা তাদের বিবৃতিতে ইহুদিবিদ্বেষ, ইসলামবিদ্বেষসহ সব ধরনের গোঁড়ামির স্পষ্ট নিন্দা জানিয়েছেন। ফিলিস্তিনিদের পক্ষে বিবৃতিতে আরও সই করেন, পুরস্কারজয়ী চিত্রনাট্যকার জেমস স্কিমাস, অস্কার মনোনীত পরিচালক আসিফ কাপাদিয়া, মিরা নায়ের, লেখক ও প্রয়োজক ওরেন মোভারম্যান। এছাড়াও পাম ডি’অর বিজয়ী কেন লোহ, অভিনেতা মাইকেল মালার্কি, ম্যাট ম্যাকগোরিও বিবৃতিতে সই করেছেন। তারা বলেন, পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ, সেলওয়ান পাড়া ও অন্যান্য এলাকা থেকে থেকে ফিলিস্তিনি পরিবারকে জোরপূর্বক উৎখাতে ইসরাইলি চেষ্টার আমরা বিরোধিতা করছি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply