SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » লম্বা চুল, সাদা দাড়িতে শাহরুখের ‘নতুন লুক’ ভাইরাল!
লম্বা চুল, সাদা দাড়িতে শাহরুখের ‘নতুন লুক’ ভাইরাল! তাকে দেখলে আজও থমকে যায় যে কোনো অষ্টাদশী তরুণীর হৃদয়ের স্পন্দন! বলিউডের ‘কিং অফ রোম্যান্স’ খ্যাত তিনি। কাশ্মীর থেকে কন্যা কুমারী, তাঁর একনিষ্ঠ ভক্তের সংখ্যা অগণিত।

বলছিলাম বলিউড বাদশা শাহরুখ খানের কথা। শনিবার সামাজিক মাধ্যমে আচমকাই ভাইরাল হয়ে যায় শাহরুখ খানের একটি ছবি। যেখানে লম্বা চুল আর সাদা দাড়িতে অন্যরকম দেখা গেল ডনকে, পরনে ছিল কালো ট্যাক্সিডো। এই ছবি দেখে তো ধন্য ধন্য রব উঠে গেল। ৫৫ পার করেও গ্ল্যামার যেন ঠিকরে পড়ছে শাহরুখের। অনেকেই ভেবে বসেন এটি তাঁর আসন্ন ছবি ‘পাঠান’-এর লুক। কিংবা নতুন কোনো ব্র্যান্ডের হয়ে ফটোশ্যুট সেরেছেন কিং খান! তবে আশ্চর্যের বিষয় হল- কোনোটাই সত্যি নয়! হ্যাঁ, আদতে শাহরুখ খানের এই ছবিটি টেকনোলজির কারসাজিতে তৈরি করা হয়েছে। ডাব্বু রতনানির একটি পুরোনো ফটোশ্যুটের ছবিকে নতুন রূপ দিয়েছেন শাহরুখের কোনও এক ভক্ত, ফটোশপের মাধ্যমে। ছয় বছর আগে ২০১৭ সালে সেই ফটোশ্যুট সেরেছিলেন শাহরুখ খান। ছয় বছর পুরনো সেই ছবি শনিবার নতুন করে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। তবে সাত-পাঁচ না ভেবে অনেকেই ছবিটা আসল মেনে নিয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, ‘বয়স যে কেবলই একটা সংখ্যা মাত্র, তা প্রমাণ করে দেন শাহরুখ’। অনেকে লিখেছেন, ‘নতুন অবতারে দারুণ লাগছে শাহরুখকে’।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply