SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » লস অ্যাঞ্জেলেসের মেয়র হলেন ভারতের রাষ্ট্রদূত, বাংলাদেশিদের সম্মাননা
লস অ্যাঞ্জেলেসের মেয়র হলেন ভারতের রাষ্ট্রদূত, বাংলাদেশিদের সম্মাননা
ভারতে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত লস অ্যাঞ্জেলেসের মেয়র এরিক গারসেটিকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। শনিবার সন্ধ্যায় ইউনিভার্সেল সিটির শেরাটন বলরুমে এই সম্মাননা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম ও বিখ্যাত শহর লস অ্যান্জেলেসের পর পর দুই মেয়াদে মেয়র নির্বাচিত হন এরিক গারসেটি। ২০১৩ সাল থেকে টানা ৮ বছর মেয়রের দায়িত্ব পালন করছেন তিনি। তবে এবার দ্বিতীয় মেয়াদ পূর্তির আগেই মেয়র পদে ইতি টানতে হচ্ছে তাকে। নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে। প্রিয় মেয়রের বিদায়লগ্নে ব্যথিত শহরের নাগরিগরা। তবে শহরের বাসিন্দা প্রবাসী বাংলাদেশিরা এ বিদায়কে দেখছেন অন্যভাবে। কমিশনার মুজিব সিদ্দিকী বলেন, তিনি যেন বাংলাদেশিদের জন্য কিছু করতে পারেন সে কামনা করি। বাংলাদেশ ভারত সম্পর্কের যেন উন্নতি হয় সে প্রত্যাশা করি। তারা বলছেন, ঘনিষ্ঠজন হিসেবে এরিক গারসেটি প্রতিবেশী দেশ ভারতে মার্কিন রাস্ট্রদূত হওয়ায় সুফল পাবে জন্মভূমি বাংলাদেশ। আরও পড়ুন: ইউরোপজুড়ে ঘূর্ণিঝড়ের তাণ্ডব সংবর্ধনার জবাবে মেয়র বাংলাদেশি কমিউনিটির ভূয়সী প্রশংসা করে বলেন বাংলাদেশ ও বাংলাদেশিদের সঙ্গে তার বন্ধুত্ব অটুট থাকবে সব সময়। প্রেসিডেন্ট জো বাইডেন রাষ্ট্রদূত মনোনয়ন প্রসঙ্গে তাকে ফোন করলে জবাবে তিনি প্রথমে বলছিলেন কোথায়? বাংলাদেশ ? এতে স্পষ্ট হয়, তিনি বাংলাদেশকে কতটা ভালোবাসেন। ভারতে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত এরিক গারসেটি বলেন, বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কাজ করতে আমি খুব পছন্দ করি। আপনারা যেভাবে সব বয়সীদের উৎসাহ প্রদান করেন তা আমার ভালো লাগে। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ পাকিস্তান ও ভারতীয়রাও অংশ নেন।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply