Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ইসরাইলে সন্ত্রাসী হামলায় ২ পুলিশ নিহত




ইসরাইলে বন্দুকধারীদের হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। এ সময় দুই বন্দুকধারীও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীরা আরবের নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে। হামলার পরপরই ঘটনাস্থলে যান ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। এদিকে, এমন পরিস্থিতির মধ্যেই আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে দেশটিতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীসহ বাহরাইন, আমিরাত ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা। টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়, স্থানীয় সময় রোববার (২৭ মার্চ) ইসরাইলের তেল আবিব থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে হাদেরা শহরের হার্বার্ট স্যামুয়েল স্ট্রিটে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে দুই বন্দুকধারী। সিসিটিভি ফুটেজে দেখা যায় এ দৃশ্য। হামলার ঘটনায় বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। আরও পড়ুন: ফিলিস্তিনিদের গোরস্থান গুঁড়িয়ে দিল ইসরায়েল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে একজন পুরুষ ও এক নারী রয়েছেন বলে জানা গেছে। দুই বন্দুকধারীও গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে কীভাবে তারা গুলিবিদ্ধ হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। হামলাকারীরা আরবের নাগরিক বলে সন্দেহ করছে নিরাপত্তা বাহিনী। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে ঘটনা তদন্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার জেরে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইসরাইলে এক আরব আততায়ীর হাতে চারজন ছুরিকাঘাতে নিহতের কয়েক দিন পরই এ ঘটনা ঘটল। আরও পড়ুন: ইরান নিয়ে বিশ্বকে সতর্ক করল ইসরায়েল এদিকে, ঘটনার দিন রোববার (২৭ মার্চ) ইরানের পরমাণু ইস্যুতে আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে ইসরাইলে পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং বাহরাইন, আরব আমিরাত ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা। এর মধ্যেই এ বন্দুক হামলার ঘটনাকে উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্লেষকরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply