পুরুষ অভিভাবক ছাড়া নারীদের বিমানে ওঠা নিষেধ : তালেবান
আফগান নারীরা পুরুষ অভিভাবক ছাড়া ফ্লাইটেই উঠতে পারবেন না। ছবি : সংগৃহীত
অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক, কোনও ফ্লাইটেই আফগান নারীরা পুরুষ অভিভাবক ছাড়া উঠতে পারবেন না। আফগানিস্তানের সব এয়ারলাইনসকে এ নির্দেশ দিয়েছে তালেবান। দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স রোববার এ তথ্য জানায়।
তারা বলেছেন, তালেবানের পূণ্যের প্রচার এবং পাপের প্রতিরোধ মন্ত্রণালয় থেকে শনিবার দেশটির সব এয়ারলাইনসকে চিঠি দিয়ে নতুন নিষেধাজ্ঞার বিষয়ে অবহিত করে। তবে যেসব নারী এরই মধ্যে পুরুষ সঙ্গী ছাড়া বিমানের টিকিট বুক করে ফেলেছেন, তারা কেবল রোববার ও সোমবার ভ্রমণ করার অনুমতি পাবেন।
শনিবার কাবুল বিমানবন্দর থেকে টিকিট কাটা আছে এমন কয়েকজন নারীকে উড়োজাহাজে উঠতে দেওয়া হয়নি বলেও জানান তারা।
এ বিষয়ে জানতে রয়টার্স থেকে পূণ্যের প্রচার এবং পাপের প্রতিরোধ মন্ত্রণালয়, সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হতে হয়েছে।
Tag: English News Featured world

No comments: