SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » নাটোরে ৫ পা ও ২ লেজযুক্ত গরু, উৎসুক জনতার ভিড়
নাটোরের এক ফার্মে পাঁচ পা ও দুটি লেজযুক্ত গরুর সন্ধান পাওয়া গেছে। এ খবর ছড়িয়ে পড়লে আশ্চর্যজনক গরুটি দেখতে ফার্মে ভিড় করছেন উৎসুক মানুষ। ডিমল্যান্ড ক্যাটেল ফার্মের মালিক কেতাব আলী গরুটি আড়াই লাখ টাকায় ক্রয় করে তার ফার্মে নিয়ে আসেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, গরুটির পঞ্চম পা পেটের সাথে ঝুলছে এবং দ্বিতীয় লেজটিও খুব ছোট আকারের। ডিমল্যান্ড ক্যাটেল ফার্মের মালিক কেতাব আলী জানান, তার দীর্ঘদিনের ইচ্ছে ছিল ব্যতিক্রমি কোন গরু তিনি তার খামারে পালন করবেন। সেই ইচ্ছে থেকেই তিনি বিভিন্ন স্থানে গরুর খোঁজ করতেন। এরই এক পর্যায়ে সাতক্ষীরার ভারতীয় সীমান্তে এমন গরুর সন্ধান পান। পরে সেখানে গিয়ে আড়াই লাখ টাকা দিয়ে গরুটি কিনে আনেন তিনি। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন গরুটি সুস্থ্য রয়েছে। তার ফার্মেই গরুটি লালন-পালন করবেন বলে জানান তিনি। গরুটিকে এক নজর দেখার জন্য বিভিন্ন স্থান থেকে প্রচুর মানুষ এসে ভিড় করছেন। উৎসুকদের অনেকেই জানান, তারা ৫ পা-বিশিষ্ট গরুর কথা শুনেছেন বা ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবেও কেউ কেউ দেখেছেন কিন্তু বাস্তবে দেখা হয়নি। সে কারণে বিষয়টি জানতে পেরে তারা গরুটি দেখতে এসেছেন


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply