Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ‘রুশ আগ্রাসনে মারিউপোলে নিহত ৫ হাজার’




ইউক্রেনে একটি ভবনের ধ্বংসাবশেষ। ছ ইউক্রেনে রুশ আগ্রাসনের পর শুধু মারিউপোল শহরেই পাঁচ হাজার বাসিন্দা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২১০ জন শিশুও রয়েছে। মৃত্যুর এ তথ্য দাবি করছেন শহরটির মেয়র ভাদিম বয়শেঙ্কোর। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। মেয়রের বরাত দিয়ে কিয়েভভিত্তিক বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-ইউক্রেন জানিয়েছে, গত রোববার পর্যন্ত ইউক্রেনে মোট এক লাখ ৭০ হাজার বাসিন্দা অবস্থান করছিলেন। মেয়রের তথ্য অনুযায়ী, মারিউপোলের বহুতল আবাসিক ভবনগুলোর ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৪০ শতাংশ ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া সাতটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে তিনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে ৫৭টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ধ্বংস হয়ে গেছে ২৩টি। এদিকে, ইউক্রেনের একটি প্রতিনিধিদল রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ আলোচনার আয়োজন করছেন। তুরস্কের স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ ও প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান মিখাইল পোডোলিয়াক। প্রতিনিধিদলটি বলছে, তাঁদের আলোচনায় অগ্রাধিকার পাবে যুদ্ধবিরতি নিশ্চিত করা। যদিও এটি সম্ভব কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। এদিকে, রাশিয়ার দাবি, ন্যাটোতে যোগদানের যে ইচ্ছা ইউক্রেনের মধ্যে রয়েছে, তা ত্যাগ করতে হবে। যদিও এর মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এক্ষেত্রে তিনি আপস করতে ইচ্ছুক। এ ছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অঞ্চল এবং ক্রিমিয়া পরিস্থিতি আলোচনার অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply