ই-অরেঞ্জের অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ
ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার ই-অরেঞ্জরে প্রতারণার শিকার ৫০০ গ্রাহকের দায়ের করা রিটের বিষয়ে বিচারপতি মো. নজররুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে ভুক্তভোগীদের মাঝে বন্টনেরও নির্দেশ দেয়া হয়েছে।
ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ে কেন কমিটি করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী ৪ মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
পাঁচ শতাধিক গ্রাহকের পক্ষে এ রিট আবেদন দায়ের করেন ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম। রিটে দুদক, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
গেল বছরের মাঝামাঝি গ্রাহকের টাকা নিয়ে সময় মতো পণ্য সরবরাহ না করার অভিযোগ ওঠে অনলাইন শপ ই-অরেঞ্জের বিরুদ্ধে। গ্রাহকের ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা এক মামলায় প্রতিষ্ঠানটির মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান এখন কারাগারে রয়েছেন।
Tag: English News lid news politics

No comments: