Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ভারতে কোভিডের নতুন রূপ ‘এক্সই’ শনাক্ত




এ ভারতে প্রথম সন্ধান মিলল করোনা ভাইরাসের অতি সংক্রামক রূপ ‘এক্সই’। মুম্বাইয়ে এক আক্রান্তের দেহে করোনার নতুন এ রূপটি চিহ্নিত হয়। মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্য দপ্তর এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছিল, করোনা ভাইরাসের এই এক্সই রূপটি ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতির তুলনায় ১০ শতাংশ বেশি সংক্রামক। হু-এর বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, ওমিক্রন রূপের বিএ.১ এবং বিএ.২ উপপ্রজাতির সংমিশ্রণের ফলেই পরিব্যক্ত এক্সই রূপটির উৎপত্তি। গত ১৯ জানুয়ারি ব্রিটেনে করোনা ভাইরাসের এক্সই রূপটি প্রথম চিহ্নিত হয়েছিল। এখনও পর্যন্ত সে দেশে ৬৩৭টি এক্সই সংক্রমণের ঘটনা নিশ্চিতভাবে চিহ্নিত করা গেছে। তবে সংক্রমণ ক্ষমতা প্রবল হলেও করোনা ভাইরাসের নয়া রূপটির মারণক্ষমতা কম বলেই প্রাথমিক পর্যবেক্ষণে অনুমান ভাইরাস বিশেষজ্ঞদের একাংশের। সম্প্রতি এই এক্সই ভেরিয়েন্ট থাইল্যান্ড এবং নিউজিল্যান্ডেও সনাক্ত করা হয়েছে। ডাব্লুএইচও বলেছে, এই স্ট্রেনের মিউটেশন সম্পর্কে আরও বিস্তারিত কিছু বলার আগে আরও পরীক্ষা ও তথ্যের প্রয়োজন। এক্সই-র উপসর্গ কারোর জন্য হালকা হতে পারে আবার কারো জন্য গুরুতরও হতে পারে। একজনের টিকা নেওয়ার সময় এবং আগে করোনা সংক্রমিত হয়ে থাকলে সেখান থেকে অর্জিত প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভর করে কোভিড-১৯ ভাইরাসের লক্ষণ এবং তীব্রতা ব্যক্তি অনুসারে বদল হয়। এক্সই-র কিছু উপসর্গের মধ্যে জ্বর, গলা ব্যথা, গলা খসখসে, কাশি, সর্দি, ত্বকের জ্বালা এবং বিবর্ণতা, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল যন্ত্রণা ইত্যাদিকে রয়েছে। বেশ কিছু ক্ষেত্রে সমস্যা গুরুতর হলে অন্যরকমের কিছু উপসর্গ দেখা যায় যেমন, বুক ধড়ফড় করা, কখনও কখনও ভাইরাসটি গুরুতর স্নায়ু রোগের কারণও হতে পারে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply