Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বেশি দিন আলাদা থাকা অসম্ভব? কিসের টানে ফের একসঙ্গে সিদ্ধার্থ-কিয়ারা




বেশি দিন আলাদা থাকা অসম্ভব? কিসের টানে ফের একসঙ্গে সিদ্ধার্থ-কিয়ারা কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্রর বিচ্ছেদ নিয়ে কিছু দিন আগেই ছড়িয়েছিল গুঞ্জন। তবে কি আদৌ বিচ্ছেদ হয়নি দুই তারকার?

কয়েকদিন আগেই গুঞ্জন ছড়িয়েছিল— তাঁরা নাকি আলাদা হয়ে গিয়েছেন। নেটমাধ্যমে দু’জনের বিভিন্ন পোস্টও ইঙ্গিত করছিল সে দিকেই। কিন্তু আচমকাই যেন বদলে গেল সব। সলমন খানের ইদের পার্টিতে উলটপুরাণ। কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্রকে ফের দেখা গেল একসঙ্গে। সূত্রের খবর আদৌ বিচ্ছেদ নয়, ‘বিরতি’ নিয়েছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্কের টানাপড়েন সামলাতে নাকি দারুণ কার্যকর হতে পারে এই ধরনের বিরতি। কাজের চাপে সময় নেই ঘনিষ্ঠতার, সমস্যা হচ্ছে সন্তানধারণেও, বলছে সমীক্ষা এই ধরনের বিরতির অর্থ কী? অনেক সময় ভালবাসা থাকার পরেও একসঙ্গে থাকা কঠিন হয়ে ওঠে। কখনও দীর্ঘমেয়াদী মতান্তর, কখনও আদর্শগত বিরোধ, কখনও বা পেশাগত আশা-আকাঙক্ষার তফাত— একাধিক কারণে বনিবনার অভাব হতে পারে দু’জনের। অনেক ক্ষেত্রে সমস্যা এতটাই গভীর হয়ে ওঠে যে, সম্পর্ক ভেঙে ফেলতেও বাধ্য হন অনেকে। যাঁরা এই ধরনের সাময়িক টানাপড়েনের জন্য সম্পর্ক ভাঙতে চান না, তাঁদের অনেকেই এখন স্থায়ী বিচ্ছেদের বদলে বেছে নিচ্ছেন সাময়িক বিরতি। এই পদ্ধতিতে দু’জনেই কিছু সময়ের জন্য আলাদা থাকার সিদ্ধান্ত নেন। বিরতির পর তাঁরা সিদ্ধান্ত নেন ফের একসঙ্গে থাকবেন কি না। বহুগামী সম্পর্কে একই বাড়িতে বাস দুই দম্পতির, কোন সন্তানের বাবা কে, জানেন না কেউ কী কী করণীয়: ১। বিরতির আগে দু’জনে মিলে সিদ্ধান্ত নিতে হবে কতদিন আলাদা থাকতে চান। Ads by ২। আলাদা থাকার সময় একে অন্যের সঙ্গে কতটুকু যোগাযোগ রাখবেন বা আদৌ রাখবেন কি না, স্থির করতে হবে আগে থেকেই। ৩। ঘাবড়াবেন না আগে থেকে। যে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার সময় বুক দুরু দুরু করাই স্বাভাবিক। তবে মনে রাখবেন, ভালবাসা থাকলে ফিরতে অসুবিধা হবে না। না ফেরার হলে, বিরতি নেওয়ার সময় স্পষ্ট হয়ে যাবে তাও। ৪। সম্পর্কের চাপে অনেক সময়েই বিগড়ে যায় মানসিক স্বাস্থ্য। এই সময়ে প্রয়োজনে পরামর্শ নিতে পারেন মনোবিদের।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply