SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » তৃতীয় টেস্টের আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড
ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে হেরে এমনিতেই ব্যাকফুটে নিউজিল্যান্ড। ইনজুরিতে ভুগছেন পেসার কাইল জেমিসন ও ক্যাম ফ্লেচার। করোনা পজিটিভ হয়েছিলেন মাইকেল ব্রেসওয়েল। এ তালিকায় নতুন সংযোজন ডেভন কনওয়ে। বৃহস্পতিবার (১৬ জুন) করোনা পজিটিভ হয়েছেন তিনি। খবর ক্রিকবাজের। তৃতীয় টেস্টের আগে কনওয়ের করোনা আক্রান্ত হওয়ার খবরটি বড় ধাক্কাই। এ নিয়ে নিউজিল্যান্ড দলে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪-এ। ব্রেসওয়েল ও কনওয়ের আগে করোনা পজিটিভ হয়েছেন দলের ফিজিও ভিজয় ভাল্লাভ ও কন্ডিশনিং কোচ ক্রিস ডোনাল্ডসন। প্রত্যেকেই এখন আইসোলেশনে রয়েছেন। কনওয়েকে থাকতে হবে পাঁচ দিনের আইসোলেশনে। ২৩ জুন শুরু হবে তৃতীয় টেস্ট। এর আগে সেরে না উঠলে ইংলিশদের বিপক্ষে খেলাও হবে না তার। যদিও এখনো তার বিকল্প বেছে নেয়নি কিউই শিবির। আরও পড়ুন: ইনজুরিতে পড়া স্টয়নিসের বদলি কুহনেমান ট্রেন্ট ব্রিজ টেস্টের তৃতীয় দিনে বোলিং করার সময় জেমিসন কোমরের ইনজুরিতে পড়েন। যার কারণে ম্যাচের বাকি সময়ে তাকে আর মাঠে দেখা যায়নি, শুধু দ্বিতীয় ইনিংসে সংক্ষিপ্ত সময়ের জন্য ব্যাটিং করতে নেমেছিলেন। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড আশা করছেন চার থেকে ছয় সপ্তাহের বিশ্রাম শেষে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে। সেপ্টেম্বর কিংবা অক্টোবরে তিনি ফের ক্রিকেটে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। জেমিসনের জায়গায় দলে ডাক পেয়েছেন ব্লিয়ার টিকনার। এদিকে ফ্লেচারের বদলি হিসেবে প্রথমবারের জন্য টেস্ট দলে ডাক পেয়েছেন ড্যান ক্লেভার। ট্রেন্ট ব্রিজ টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করতে গিয়ে চোট পান তিনি। তার সেরে উঠতে ছয় থেকে আট সপ্তাহ লাগবে বলে দলের তরফ থেকে জানানো হয়। আরও পড়ুন: ম্যাক্সওয়েল ঝড়ে জিতল অস্ট্রেলিয়া প্রসঙ্গত, লর্ডসে প্রথম টেস্টে এগিয়ে থেকেও জো রুটের দুর্দান্ত ব্যাটিংয়ে হার মানে নিউজিল্যান্ড। একই ফল আসে দ্বিতীয় টেস্টে। পঞ্চম দিনে ২৯৯ রানের লক্ষ্য তাড়া করে বেয়ারস্টোর মাত্র ৯২ বলে ১৩৬ রানের অনবদ্য ইনিংস ও অধিনায়ক বেন স্টোকসের ৭০ বলে অপরাজিত ৭৫ রানে ভর করে অবিশ্বাস্য জয় পায় ইংল্যান্ড।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply