Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ডলারের বিপরীতে আবারও ভারতীয় রুপির রেকর্ড দরপতন




ডলারের বিপরীতে আবারও রুপির রেকর্ড দরপতন ডলারের বিপরীতে আবারও ভারতীয় রুপির রেকর্ড দরপতন হয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ সত্ত্বেও বুধবার (২৯ জুন) প্রথমবারের মতো এক ডলারের বিপরীতে ৭৯ রুপি বিনিময় হয়েছে, যা একই সঙ্গে ডলারের বিপরীতে রুপির এযাবৎকালের সর্বনিম্ন দর। রয়টার্স এ খবর জানিয়েছে। মঙ্গলবার শেয়ারবাজার বন্ধ হওয়ার সময় ডলারের বিপরীতে রুপির বিনিময় মূল্য ছিল ৭৮.৭৭ রুপি। বুধবার তা আরও ১৮ পয়সা কমে ৭৯.০৩ রুপিতে দাঁড়ায়। এর আগে ডলারের বিপরীতে রুপির সর্বনিম্ন দাম ছিল ৭৮.৮৬ রুপি। মঙ্গলবার রুপির দরপতন হয় ৪৮ পয়সা। রুপির দরপতনে বাজারে সম্প্রতি ব্যবস্থা নেয় ভারতের কেন্দ্রীয় ব্যাংক দ্য রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। তবে বিশ্লেষক ও ব্যবসায়ীদের উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, রুপির ওপর চাপ কমাতে আরবিআইকে কৌশলে পরিবর্তন আনতে হবে।

রুপির দরপতনের সঙ্গে পতন হয়েছে শেয়ার সূচক সেনসেক্সের। বুধবার ৪৩৫.২২ পয়েন্ট কমে তা দাঁড়িয়েছে ৫২,৭৪২.২৩-তে। পতন হয়েছে ০.৮২ শতাংশ। নিফটির ১৩২.০৫ পয়েন্ট পতন হয়েছে। এখন তা দাঁড়িয়েছে ১৫,৭১৮.১৫। শতকরা হার ০.৮৩। বাজার বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। দেশে সেনসেক্সেরও পতন হয়েছে। সে কারণে কমেছে রুপির দাম। রুপির এ রেকর্ড দরপতনের কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, গত কয়েক মাসে ফরেন পোর্টফোলিও বিনিয়োগ (এফপিআই) তথা বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার ফলে ক্রমাগত ডলার খুইয়েছে ভারতীয় বাজার। এর ফলেই পড়েছে রুপির দর। মনে করা হচ্ছে, বিশ্বব্যাপী অনিশ্চয়তা ও মার্কিন ফেডারেল রিজার্ভের কঠোর আর্থিক নীতির কারণেই এফপিআই ভারত থেকে তাদের অর্থ বের করে নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছে। (নিউজ১৮)। গত কয়েক মাসে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি ও ডলারের সাধারণ শক্তির কারণেও ভারতীয় মুদ্রার এই ব্যাপক পতন ঘটছে বলে মনে করেন বিশ্লেষকরা। ভারতীয় মু্দ্রার দরপতন সরাসরি আমদানির ওপর প্রভাব ফেলবে ও আমদানি আরও ব্যয়বহুল হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মুদ্রাস্ফীতি আরও বাড়বে। ভারতে খুচর বাজারে মূল্যবৃদ্ধি ইতোমধ্যে সাত শতাংশের ওপরে রয়েছে। এটি আরবিআইয়ের ২ থেকে ৬ শতাংশের ‘কমফোর্ট জোন’-এর বাইরে। বিশেষজ্ঞরা বলছেন, আমদানির ওপর নির্ভরশীলতার কারণে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য, ধাতু ও পেট্রোলের মতো সম্পদ তলানিতে এসে ঠেকবে। অবশ্যম্ভাবী দামও বাড়বে। ভারতীয় মুদ্রার তুলনায় ডলারের দাম বাড়লে ব্যয়বহুল হয়ে উঠবে বিদেশে পড়াশোনা বা ভ্রমণ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply