SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » তৌসিফ-তিশা’র বিয়ের গল্প!
ঈদের বিশেষ নাটকে অভিনয় করেছেন তৌসিফ ও তানজিন তিশা। নাটকে আসিফ ও প্রীতি চরিত্রে দেখা যাবে তাদের। এরই মধ্যে শেষ হয়েছে নাটকটির চিত্রায়ণ। তৌসিফ-তিশা অভিনীত নতুন এ নাটকের নাম ‘ওয়েডিং ডায়েরি’। স্নেহাশীষ ঘোষের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। গল্পে দেখা যাবে, আসিফ বিদেশ থেকে পড়াশোনা করে মাত্র দেশের মাটিতে পা রাখল। বিমানবন্দর থেকে বাবার সঙ্গে বাসার গেটে আসতেই বাজতে শুরু করলো ব্যান্ড পার্টি! রীতিমতো ঘাবড়ে গেল আসিফ। তবে কি তার অজান্তেই বিয়ের পাত্রী আর আয়োজন সব ঠিক করে রেখেছে তার পরিবার! আজই কি বিয়ে? আরও পড়ুন: নেতিবাচক চরিত্রে আফজাল হোসেন! তাহলে পাত্রী কে? তার উত্তর পাওয়া যাবে নাটকে। নাটকটি প্রসঙ্গে নির্মাতা রিংকু জানান, নাটকটির শুরুটা ব্যান্ড পার্টি দিয়ে হলেও গল্পের গভীরতা অনেক। কারণ, এই গল্পের নায়ক আসিফের পাত্রী হিসেবে যুক্ত হয় স্বাধীনচেতা দেশপ্রেমী প্রীতি। যে এখনই বিয়ের জন্য প্রস্তুত নন এবং করলেও দেশ ছাড়তে নারাজ। যদিও গল্পের শেষটাতে থাকছে অন্যরকম চমক আর ভেতরটাতে নানা পারিবারিক জটিলতা। আরও পড়ুন: ‘সিন্ডিকেট’ নিয়ে আসছেন আফরান নিশো সিএমভি’র ব্যানারে নির্মিত হয়েয়ে ‘ওয়েডিং ডায়েরি’। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ওয়েডিং ডায়েরি’ উন্মুক্ত হবে আসছে ঈদুল আজহায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply