Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » জর্ডানে গ্যাস ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৩, আহত ২৫০




জর্ডানের একটি সমুদ্রবন্দরে গ্যাসের ট্যাংকার বিস্ফোরিত হয়ে অন্তত ১৩ জন নিহত ও আড়াইশ’র বেশি মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জর্ডানের প্রধানমন্ত্রী। সংবাদমাধ্যম বিবিসি জানায়, জর্ডানের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী আকাবায় নোঙর করা একটি জাহাজে সোমবার (২৭ জুন) হঠাৎ বিস্ফোরণ হয়। মুহূর্তেই জাহাজের ভেতরে থাকা গ্যাস বের হয়ে ছড়িয়ে পড়ে চারপাশে। এ ঘটনার পর জাহাজের কাছে কাজ করতে থাকা বন্দরের কর্মীরা ছোটাছুটি শুরু করেন। বিস্ফোরণের পরপরই আক্রান্তদের উদ্ধারে তৎপরতা শুরু করেন দমকলকর্মীরা। জর্ডানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বিস্ফোরণে বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ২৫ টন ওজনের একটি গ্যাসের ট্যাংকার জাহাজে তোলার সময় তা মাটিতে পড়ে যায়। আর সঙ্গে সঙ্গেই সেটি বিস্ফোরিত হয়। আরও পড়ুন: গরম আর তৃষ্ণায় ট্রাকভর্তি মানুষের মৃত্যু আকাবার বন্দরে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বাশার আল খাসাউনা। তিনি বলেন, বিস্ফোরণের খবরটি আমি স্থানীয় হাসপাতাল পরিচালকের কাছে জানতে পারি। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এর সুষ্ঠু তদন্তে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেয়া হয়েছে। এদিকে এ ঘটনার পর গ্যাসের বিষক্রিয়া থেকে বাঁচতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বন্দরের আশপাশের এলাকার বাসিন্দাদের ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখার নির্দেশনা দেয়া হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply