SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » এ সিনেমার জন্য ‘লিভার-কিডনি’ সব দিয়েছি: রণবীর কাপুর
বলিউড স্টার রণবীর কাপুরকে সবশেষ পর্দায় দেখা গিয়েছিল সেই ২০১৮ সালে 'সাঞ্জু' সিনেমায়। এরপর থেকে শুধু অপেক্ষার প্রহর গুনতে হয়েছে তার ভক্তদের। পর্দায় কবে আসবেন রণবীর কাপুর সেই প্রতীক্ষা ছিল সবার। এবার হয়তো সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে। রণবীর ফিরছেন তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে। আর এ সিনেমায় বাড়তি পাওনা হিসেবে থাকছে রণবীর-আলিয়া জুটি। বাস্তব জীবনের এ বলিউড কাপলকে বড় পর্দায় দেখতে মুখিয়ে আছেন তাদের ভক্তরা। বুধবার (১৫ জুন) মুক্তি পেয়েছে রণবীর-আলিয়া অভিনীত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’র ট্রেলার। ট্রেলারেই আভাস পাওয়া যায় সুপার ন্যাচারাল অ্যাকশন ঘরানার সিনেমা হতে যাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র'। ট্রেলার দেখে উচ্ছ্বসিত দর্শকরা বলছেন অপেক্ষার ফল নিশ্চয়ই মিষ্টি কিছু হতে চলেছে। এক ভিন্ন অবতারে আসছে রণবীর। এমন চরিত্রে এর আগে কখনোই দেখা মিলেনি তার। শুধু তাই নয় বলিউড ও নতুন কিছু পেতে চলেছে ‘ব্রহ্মাস্ত্র'র মাধ্যমে। এ সিনেমাই হয়তো আবারো বলিউড বক্স অফিসকে নতুনভাবে চাঙ্গা করে তুলবে এমনটাই মনে করছেন অনেকে। ট্রেলার প্রকাশের পূর্বেই রণবীর তার ভক্তদের জন্য বার্তা দিয়েছিলেন। আর সেই বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যদিও রণবীরের নিজস্ব কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যম নেই। কিন্তু তিনি প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের অফিসিয়াল হ্যান্ডেলের মাধ্যমে ফ্যানদের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন। ভিডিওতে তিনি বলেন, ‘আমি সত্যি জানি না, এই ধরনের আরেকটা ছবির জীবনে অংশ হতে পারব কি না। এটুকু বলব এ ছবির জন্য শুধু রক্ত, ঘাম, সময়, হৃদয়, আত্মা নয় আমি ‘লিভার-কিডনি’ সবকিছু দিয়ে দিয়েছি। আমি আশা করছি এ ছবি তোমাদের উত্তেজিত করবে, আনন্দ দেবে এবং মনোরঞ্জন করবে।’ রণবীর আরও জানান, তিনি সোশ্যাল মিডিয়াতে না থাকলেও এই ট্রেলার নিয়ে সোশ্যালে করা ফ্যানদের মতামত তিনি শুধু পড়বেনই না, বরং বেশকিছু কমেন্টের জবাবও দেবেন রণবীর। অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনার এ ছবিতে মুখ্য চরিত্র শিবা ও ইশার চরিত্রে দেখা যাবে রণবীর-আলিয়াকে। এ ছবির সেটে বন্ধুত্ব, তারপর প্রেম করার পরই তারা এখন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। 'রালিয়া’ ছাড়াও এই ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুন। চলতি বছরের ৯ সেপ্টেম্বর মুক্তি পাবার কথা রয়েছে সিনেমাটির


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply