Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » এক-দুই ম্যাচ ভাল খেলে, তারপর কিছুই পারে না'! এই ভারতীয়র পারফরম্যান্সে চূড়ান্ত হতাশ কপিল




এক-দুই ম্যাচ ভাল খেলে, তারপর কিছুই পারে না'! এই ভারতীয়র পারফরম্যান্সে চূড়ান্ত হতাশ কপিল কপিল এক অনুষ্ঠানে সঞ্জুর প্রসঙ্গে বলেন, "আমি সঞ্জু স্যামসনকে নিয়ে হতাশ। ও অত্যন্ত প্রতিভাবান। কিন্তু সঞ্জু এক-দুই ম্যাচ ভাল খেলে, তারপর কিছুই পারে না! যদি উইকেটকিপারদের কথা বলা হয়, তাহলে বলব সবাই এক। যদি বলা হয় কে ভাল ব্যাটার, তাহলে যে কোনও দিন চারজনেই ম্যাচ জেতাতে পারে।" কপিল এখানে চারজন বলতে ঈশান কিশান, দীনেশ কার্তিক, ঋদ্ধিমান সাহা ও সঞ্জুদের কথা বলেছেন।

নিজস্ব প্রতিবেদন: প্রাক্তন ভারত অধিনায়ক ও কিংবদন্তি কপিল দেব (Kapil Dev) হতাশ! রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের (Sanju Samson) পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুললেন ৮৩-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক। কপিল মনে করেন সঞ্জুর মধ্যে প্রতিভা থাকা সত্ত্বেও তিনি এক-দুই ম্যাচের পর হারিয়ে যান! আইপিএল ফিফটিনে সঞ্জু ৪৫৮ রান করেছেন। কিন্তু মাত্র দু'বারই বড় ইনিংস খেলতে পেরেছেন। কপিল এক অনুষ্ঠানে সঞ্জুর প্রসঙ্গে বলেন, "আমি সঞ্জু স্যামসনকে নিয়ে হতাশ। ও অত্যন্ত প্রতিভাবান। কিন্তু সঞ্জু এক-দুই ম্যাচ ভাল খেলে, তারপর কিছুই পারে না! যদি উইকেটকিপারদের কথা বলা হয়, তাহলে বলব সবাই এক। যদি বলা হয় কে ভাল ব্যাটার, তাহলে যে কোনও দিন চারজনেই ম্যাচ জেতাতে পারে।" কপিল এখানে চারজন বলতে ঈশান কিশান, দীনেশ কার্তিক, ঋদ্ধিমান সাহা ও সঞ্জুদের কথা বলেছেন। সঞ্জু শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের জার্সিতে শেষবার টি-২০ সিরিজ খেলেছেন। কিন্তু চলতি পাঁচ ম্যাচের ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজে সঞ্জু সুযোগ পাননি। ২০১৫ সালে বছর সাতাশের কেরলের ক্রিকেটার দেশের হয়ে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে অভিষেক করেন। এখনও পর্যন্ত নীল জার্সিতে ১৩ ম্যাচ খেলে ১৭৪ রান করেছেন ১৪.৫-এর গড়ে। সঞ্জুর সর্বোচ্চ রান ৩৯।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply