Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » পলাশির যুদ্ধের ২৬৫ বছর! ফিরে দেখা মাত্র ৩ ঘণ্টার অন্য এক স্বাধীনতা যুদ্ধের ইতিহাস




পলাশির যুদ্ধের ২৬৫ বছর! ফিরে দেখা মাত্র ৩ ঘণ্টার অন্য এক স্বাধীনতা যুদ্ধের ইতিহাস পলাশি বিসর্জনের ২৬৫ বছর হল আজই। ক্লাইভের সঙ্গে সিরাজউদ্দৌলার যুদ্ধ ঘটেছিল মাত্র ৩ ঘণ্টা ধরে। তাতেই যা বিপর্যয় ঘটার ঘটে যায়। সেই যুদ্ধে ২৩ জুন অস্তমিত হল বাংলার সূর্য।

Battle of Plassey: পলাশির যুদ্ধের ২৬৫ বছর! ফিরে দেখা মাত্র ৩ ঘণ্টার অন্য এক স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিজস্ব প্রতিবেদন: ইতিহাস বলছে, বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তিনি তাঁর ফরাসি বন্ধুদের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাদের মুখোমুখি হয়েছিলেন। ঐতিহাসিক এই যুদ্ধ কলকাতা থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তরে, মুর্শিদাবাদের দক্ষিণে হুগলি নদীর তীরে পলাশিতে সংঘটিত হয়েছিল। পলাশি নামক স্থানে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল, তাই এ যুদ্ধ পলাশির যুদ্ধ নামে পরিচিত। ১৭৫৭ সালের জুন ২৩ তারিখে, অর্থাৎ, ঠিক আজকের দিনে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং এই ঘটনার সূত্রেই ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয় বলে মনে করেন ইতিহাসবিদেরা। পলাশি বিসর্জনের ২৬৫ বছর হল আজই। ক্লাইভের সঙ্গে সিরাজউদ্দৌলার যুদ্ধ নাকি ঘটেছিল মাত্র ৩ ঘণ্টা ধরে। তাতেই যা বিপর্যয় ঘটার ঘটে যায়। সেই যুদ্ধে ২৩ জুন অস্তমিত হল বাংলার সূর্য। ২৬৫ বছর পরে পলাশির ইতিহাসের সন্ধানে নেমে রীতিমতো স্মৃতিকাতর বাঙালি। পলাশির প্রান্তরে এ ছিল এক অন্য স্বাধীনতার যুদ্ধ। মীরজাফরের ষড়যন্ত্রের শিকার হল বাংলা বিহার ওড়িশা। পলাশি যুদ্ধের অনেক কারণ রয়েছে বলে মনে করেন ইতিহাসবিদেরা। যেমন, সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসার পর প্রচলিত নিয়ম অনুযায়ী ইংরেজরা নবনির্বাচিত নবাবকে কোনো উপঢৌকন পাঠায়নি এবং তাঁর সঙ্গে কোনো সৌজন্যসাক্ষাৎও করেনি। ইংরেজদের এই অসৌজন্যমূলক আচরণে ক্ষুব্ধ হয়েছিলেন সিরাজ। সিরাজের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইংরেজরা কলকাতায় দুর্গ নির্মাণ চালিয়ে যায়। নবাব দস্তকের অপব্যবহার নিষেধ করার সত্ত্বেও কোম্পানি তা অগ্রাহ্য করে। কোম্পানি চুক্তির শর্ত ভঙ্গ করে এবং জনগণের উপর নির্যাতন চালায়। ইংরেজদের একের পর এক এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও অবাধ্যতায় বিরক্ত হয়ে পড়েন সিরাজউদ্দৌলা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply