SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » রাতের আকাশে এ কোন অচেনা সবুজ আলো
দক্ষিণ আফ্রিকার বিস্তীর্ণ এলাকায় সম্প্রতি রাতের আকাশে রহস্যময় সবুজ রঙের আলো দেখা গেছে। এ নিয়ে গত সপ্তাহে দেশটিতে হইচই শুরু হয়। রাতের আকাশে এ কোন অচেনা সবুজ আলো সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষিণ আফ্রিকার আকাশের এই সবুজ আলো নিয়ে ব্যাপক চর্চা হয়। কেউ বলছেন, ভিনগ্রহ থেকে এলিয়েনরা পৃথিবীতে আসার চেষ্টা করছে। এ তারই আলো। দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় গণমাধ্যম নিউজ টোয়েন্টিফোর জানিয়েছে, গত বুধবার (৮ জুন) রাতে আকাশ থেকে রহস্যময় ওই সবুজ আলো ছড়িয়ে পড়ার খবর প্রকাশ পায়। অনেকেই সেই সবুজসদৃশ বস্তুর ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন। কেউ কেউ বলেছেন, এটি সম্ভবত ‘এলিয়েন আক্রমণ’। কেউ আবার বলছেন, মহাকাশের কোনো ধূমকেতু এমন আলো ছড়াচ্ছে। দক্ষিণ আফ্রিকার পিটারমারিৎজবার্গে এই সবুজ আলো প্রথম দেখা গিয়েছিল। আরও পড়ুন: অন্য গ্যালাক্সি থেকে রেডিও সিগনাল আসছে পৃথিবীতে গ্রহাণুসদৃশ ওই সবুজ আলো স্বল্প সময়ের জন্য আকাশে জ্বলজ্বল করে। দেশটির ডারবান ও জোহানেসবার্গ এলাকার লোকের কাছ থেকেও অনুরূপ দৃশ্যের খবর পাওয়া গেছে। নিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদন অনুসারে মেরিনা বুইস নামে এক ফেসবুক ব্যবহারকারী বলেছেন, এটি সত্যিই একটি অদ্ভুত অভিজ্ঞতা ছিল। আমি এই বস্তুটির আলোর ঝলকানি দেখেছি। আমি আমার বোনকে এটি সম্পর্কে বলেছিলাম। কিন্তু সে বিশ্বাস করেনি। ভেবেছিল, আমি পাগল। আমি আসলেই এলিয়েন বা ইউএফওতে (অজানা উড়ন্ত বস্তু) বিশ্বাস করি না। তবে এটা সত্যি কিনা কে জানে। দক্ষিণ আফ্রিকায় প্রথম ইউএফও দেখা ১৯৬০ এর দশকে ফিরে আসে। এরপর থেকে দেশটিতে কয়েকবার ইউএফও দেখা পাওয়ার খবর আসে। বছরের পর বছর ইউএফওর খবর আসে। আকাশে অদ্ভুত ধরনের এমন জিনিস দেখা আজকাল আর খুব একটা নতুন কিছু নয়। পৃথিবীর নানা প্রান্ত থেকেই এমন অচেনা আলো কিছু অজানা বস্তু দেখতে পাওয়ার খবর আসছে। কিছুদিন আগেও ভারতের উত্তরাখণ্ডে মুসৌরিতে একটা সম্পূর্ণ অচেনা উজ্জ্বল আলোর গোলা দেখা গিয়েছিল, তা নিয়েও কম হইচই হয়নি।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply