Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » লাল কার্ড দেখানোয় রেফারিকে পিটিয়ে হত্যা করল সমর্থকরা




অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। লাল কার্ড দেখানোয় খেলোয়াড় ও দর্শকদের হামলায় প্রাণ হারালেন রেফারি। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে এল সালভাদোরের ঘরোয়া ফুটবলে। স্প্যানিশ পত্রিকা মার্কা জানায়, গত সপ্তাহে রাজধানী সান সালভাদোরের তলুসা স্টেডিয়ামে অ্যামেচার লিগ ম্যাচে এক দলের খেলোয়াড় ও তাদের সমর্থকদের পিটুনিতে নিহত হন রেফারি হোসে আর্নোলদো আমায়া (৬৩)। আরও পড়ুন: ব্রাজিলিয়ান তরুণকে দলে ভেড়াল আর্সেনাল, আরেক তরুণের জন্য লড়ছে চেলসি-রিয়াল সান সালভাদোরের কাছে অবস্থিত মিরামন্তেতে একটি ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন আমায়া। সেই ম্যাচে এক খেলোয়াড়কে আমায়া লাল কার্ড দেখালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন রেফারির ওপর চড়াও হন ওই খেলোয়াড়। সতীর্থ ও দলের সমর্থকরাও যোগ দিয়ে হামলা চালান তার ওপর। তাদের পিটুনিতে গুরুতর আহত হন আমায়া। সাকামিল হাসপাতালে তাকে নিয়ে গেলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। আরও পড়ুন: প্রতিপক্ষের জালে নাইজেরিয়ার ১০ গোল মর্মান্তিক এ ঘটনার পর এল সালভাদোরের ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের সহিংস কার্যক্রমকে কিছুতেই সমর্থন করে না তারা। আমায়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এল সালভাদোরের ফুটবল ফেডারেশন। সেই সঙ্গে ক্লাবের পক্ষ থেকে এ হত্যার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট হুগো কারিয়ো।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply