Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পিএসজির কোচ হতে কাতারে জিদান!




ফরাসি ক্লাব পিএসজিতে বড় রদবদল হচ্ছে সে আলোচনা দীর্ঘদিনের। স্পোর্টিং ডিরেক্টরকে ইতোমধ্যে ছাঁটাই করা হয়েছে, প্রত্যাহারের ঘোষণা আসতে পারে কোচ মাউরিসিও পচেত্তিনোর ব্যাপারেও। তার আগে এমবাপ্পেদের কোচ হিসেবে নিয়োগ দিতে জিনেদিন জিদানের সঙ্গে আলোচনায় প্যারিসের ক্লাবটি। গুঞ্জন আছে কাতারে তার সঙ্গে হতে পারে চুক্তি। ছবি: সংগৃহীত স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, পিএসজির সঙ্গে চুক্তি করতে ফ্রান্স থেকে কাতারের উদ্দেশে পাড়ি দিয়েছেন জিদান। আগামী শনিবার (১১ জুন) আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। অবশ্য তার সাবেক দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও মার্শেইর প্রতিদ্বন্দ্বী ক্লাব হওয়ায় পিএসজিতে তার যাওয়ার সম্ভাবনাকে অনেকে উড়িয়ে দিচ্ছেন। কারণ পিএসজিতে গেলে তিনি এই দুই ক্লাবের সমর্থকদের রোষাণলে পড়বেন। এর আগে ২০২০-২১ মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর আপাতত কোচিং থেকে দূরে আছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার জিদান। দায়িত্ব ছাড়লেও, রিয়ালের প্রতি তার ভালোবাসা এখনো আগের মতো। গত ২৮ মে প্যারিসে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়ালের খেলা উপভোগ করেছেন মাঠে বসে। আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে যাদের দেখছেন কারেম্বু এদিকে পিএসজিতে আসার ব্যাপারে জিদানের কোনো আগ্রহ দেখা না গেলেও, ফ্রান্সের প্রেসিডেন্ড ইমানুয়েল ম্যাক্রোঁর ইঙ্গিতের বাড়তি ভরসা পাচ্ছে পিএসজি। তবে এমবাপ্পের সঙ্গে কথা বলে তাকে পিএসজিতে রাখার ব্যাপারে রাজি করাতে পারলেও এখনও জিদানের সঙ্গে কোচ হওয়ার বিষয়ে কোনো কথা হয়নি ম্যাক্রোঁর। তবে জিদানের গুণমুগ্ধ ফ্রান্স প্রেসিডেন্ট চান, এ কিংবদন্তি ফুটবলারই যেন পিএসজির দায়িত্ব নেন। আরএমসি স্পোর্টে ম্যাক্রোঁ বলেছেন,‘জিনেদিন জিদানের সঙ্গে আমার এখনো কথা হয়নি। তবে আমি তার বড় ভক্ত। খেলোয়াড় এবং কোচ দুটোরই সে গুণমুগ্ধ। ফ্রান্সে আমরা তার উপস্থিতি চাই। জিদানের মতো প্রতিভাবান ক্রীড়াবিদ ও কোচের আমাদের খুব প্রয়োজন। আমি আশা করি ফ্রান্সের জন্য সে ফিরে আসবে এবং এখানের বড় ক্লাবকে প্রশিক্ষণ করাবে।' আরও পড়ুন: রাতে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামছে অস্ট্রিয়া জিদানের অধীনে দারুণ সাফল্য পেয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত এবং পরে ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত রিয়ালের কোচ ছিলেন ফরাসি এই কিংবদন্তি। তার অধীনে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা ও দুটি ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছে রিয়াল। তাকে পিএসজির কোচ করাতে পারলে অনেকের মতে ষোলো আনা পূরণ হবে পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফির। এদিকে গুঞ্জন আছে জিদানের কাতারে যাওয়ার পেছনে অন্য কোনো বাণিজ্যিক উদ্দেশ্যও থাকতে পারে। তাছাড়া তিনি ২০২২ সালের কাতার বিশ্বকাপের অ্যাম্বাসেডর






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply