Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ৬০ মিলিয়নে ব্রাজিলের অ্যান্তোনিকে কিনছে ম্যানইউ!




পকেট ভর্তি ক্যাশ নিয়ে বাজারে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দরদাম করছে, লাভ-ক্ষতির হিসেবে কষছে কিন্তু কিনছে পারছে না। ফ্রেঙ্কি ডি জং, মার্কো অ্যাসেনসিও’র ক্ষেত্রে ওমনটা হলেও আয়াক্সের ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার অ্যান্তোনির জন্য অতো ঝামেলায় পড়তে হচ্ছে না নতুন রেড ডেভিলস কোচ এরিক টেন হাগের। সংবাদ মাধ্যম গোল জানিয়েছে, ডাচ ক্লাব থেকে অ্যান্তোনিকে দলে আনতে চান টেন হাগ। তরুণ উইঙ্গারও গুরুর অধীনে ফিরতে মুখিয়ে আছেন। দুই পক্ষ তাই সম্ভাব্য চুক্তির বিষয়ে আলোচনা শুরু করেছে। দু’-তিনদিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যেতে পারে চুক্তি। সব ঠিক থাকলে অ্যান্তোনি হতে যাচ্ছেন টেন হাগের প্রথম সাইনিং। চুক্তির কথা-বার্তা শেষ করতে এরই মধ্যে অ্যান্তোনি ও আয়াক্সের প্রতিনিধি ওল্ড ট্রাফোর্ডে পৌঁছেছেন। প্রিমিয়ার লিগের আর্থিকভাবে স্বচ্ছ্বল দলটি তার জন্য ৬০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি। প্রত্যাশিত অর্থ পেয়ে যাওয়ায় আয়াক্সও ধরে রাখবে না তাদের তরুণ তুর্কিকে। রেড ডেভিলসদের সঙ্গে চুক্তি সম্পন্ন হলে আয়াক্সের থেকে ব্রাজিলের ক্লাব সাও পাওলো পাবে ২০ মিলিয়ন ইউরো। দুই মৌসুম আগে অ্যান্তোনিকে যখন আয়াক্সে ছেড়েছিল সাও পাওলো তখন নতুন চুক্তি হলে ২০ শতাংশ অর্থ দেওয়ার শর্ত ছিল। অ্যান্তোনি দুই মৌসুমে আয়াক্সে সব মিলিয়ে ৭৯ ম্যাচ খেলে ২২ গোল করেছেন। গতি-ড্রিবলিংয়ের সঙ্গে টেকনিক ও ট্যাকটিক্যালি অ্যান্তোনি খুরধার হওয়ায় টেন হাগের খুব পছন্দ তাকে। ব্রাজিল কোচ তিতের বিশ্বকাপ পরিকল্পনায় আছেন অ্যান্তোনি। ছবি: ফাইল ওদিকে শক্ত দল গড়তে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ টেন হাগ এভারটন থেকে মিডফিল্ডার ভ্যান ডি বিককে ফিরিয়ে আনতে চান। বার্সায় খেলা শিষ্য ফ্রেঙ্কি ডি জংকে দলে চায়। সেজন্য ৮০ মিলিয়ন ইউরো দিতে চেয়েছে ম্যানইউ। বার্সা অবশ্য তাতে এখনও রাজি হয়নি। এছাড়া রিয়াল থেকে অ্যাসেনসিওকে আনার চেষ্টা করছে ম্যানইউ। এর বাইরে রক্ষণ শক্ত করার চেষ্টা করে যাচ্ছেন টেন হাগ। ভিয়ারিয়াল থেকে পাও তোরেসকে কিনতে মোটা অর্থ খরচে প্রস্তুত দলটি। ডর্টমুন্ডের ম্যানুয়েল আকাঞ্জি, সেভিয়ার জুলেস কুন্দে, জুভেন্টাসের ম্যাথুস ডি লিট আছেন কোচের নজরে। শুধু কেনায় মন নয় কোচের। খোয়াড় ফাঁকা করার মিশনও আছে তার। পল পগবা, ফ্রেড, ওয়ান বিশাক্কা, হ্যারি মাগুইরেকে একে একে ছাড়তে হতে পারে ওল্ড ট্রাফোর্ড






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply