গম্বুজবিশিষ্ট এ পুরাকীর্তিটি মেহেরপুর জেলা শহরের বড়বাজার মােড়ে অবস্থিত
এক গম্বুজবিশিষ্ট এ পুরাকীর্তিটি মেহেরপুর জেলা শহরের বড়বাজার মােড়ে অবস্থিত। এ পুরাকীর্তিটিকে মেহেরপুর জেলা শহরের কোর্টরােড-কাথুলী পাকা সড়কের সংযােগস্থলে ওয়াপদা রােডের সাথে লাগােয়া। বড় বাজার মােড়ের দক্ষিণ-পশ্চিম কোণে দেখা যায়।ঐতিহাসিক পটভূমি: স্থানীয়দের কাছে এ পুরাকীর্তিটি শাহ সুফী মেহেরুল্লাহ মসজিদ (mosque) হিসেবে পরিচিত। এ সম্পর্কে উল্লেখযােগ্য লিপিবদ্ধ ইতিহাস পাওয়া যায়নি। তবে জানা যায় যে, দরবেশ মেহের আলী শাহ ১৬০৫ সালে ইয়েমেনে জন্মগ্রহণ করেন। তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে পাক-ভারত উপমহাদেশে আসেন এবং ১৬৫৯ সালে মেহেরপুরের শেখ পাড়ায় খন্দকার ইসহাক নামের একজন প্রতাপশালী ব্যক্তির বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। সেখান থেকে কালাচাঁদপুরে তাঁর আস্তানা গাড়েন। পরে শহরের কেন্দ্রস্থলে দ্বিতীয় দরবার শরীফ নির্মাণ করেন। জেলা শহরের বড় বাজার মােড়ে এটি ওয়াক্ত মসজিদ। এখন পরিত্যক্ত। মানুষ এটিকে হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান বলেই জানেন।
Tag: Zilla News

No comments: