Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেছিলেন বাকের আলি মুজিবনগর অস্থায়ী সরকারের




এই জীবন্ত কিংবদন্তী মানুষটির নাম মোঃ বাকের আলি, বাড়ি গৌরীনগর এবং উনার ভূমিকা টি ছিল উনি ১৯৭১ সালের ১৭ই এপ্রিল তৎকালীন বৈদ্যনাথতলার ঐতিহাসিক আমবাগানে মুজিবনগর অস্থায়ী সরকারের মন্ত্রিসভার ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেছিলেন। উনি কিছুদিন আগে পর্যন্ত মুজিবনগর (দারিয়াপুর) ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ছিল। জনাব বাকের আলি যার নাম ইতিমধ্যেই গুগল এ অন্তর্ভুক্ত হয়েছে অথচ আমরা মেহেরপুরে থেকেও অনেকে উনাকে চিনি না, এটা আমাদের জন্য চরম দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক বলে আমি মনে করি। পাশাপাশি জনাব বাকের আলি সাহেবেরও দুর্ভাগ্য যে উনি এখনও পর্যন্ত মুক্তিযোদ্ধা সনদ বঞ্চিত একজন ব্যক্তি। যেখানে বর্তমান সরকারের আমলে নামকে ওয়াস্তে মুক্তিযোদ্ধাদের তিন প্রজন্মের মানুষজন মুক্তিযোদ্ধা ভাতা ভোগ করছেন এমনকি এই তালিকায় অন্তর্ভুক্ত অনেক রাজাকার ও রয়েছেন সেখানে বাকের আলি সাহেবের মত ব্যক্তিত্ব তা থেকে বঞ্চিত হওয়াটা মহান মুক্তিযুদ্ধের চেতনার সম্পুর্ণরূপে পরিপন্থী বলে আমার ধারণা। তবে আমার এই পোস্টটি আজকে যে কোন উপায়ে কিংবদন্তী জনাব বাকের আলি সাহেবের দৃষ্টিগোচর হয়েছে এবং তাতে উনি অত্যন্ত আনন্দিত, রোমাঞ্চিত, পুলকিত ও আত্মতৃপ্ত হয়েছেন, এটাই আমার সার্থকতা। সবাইকে আন্তরিক শুভেচ্ছা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply