Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মেহেরপুর পৌরসভা ২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে কে হাসবেন বিজয়ের হাসি




২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে কে হাসবেন বিজয়ের হাসি

আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য মেহেরপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থীরা শেষ মুহূর্তে এসে তাদের প্রচারণা বাড়িয়ে দিয়েছেন। মেহেরপুর শহরের প্রধান সড়ক সহ পাড়া মহল্লার ওলিতে গলিতে এখন শুধুই চোখে পড়ছে প্রার্থীদের ছবি সম্বলিত পোস্টার। নির্বাচনের প্রাক্কালে কাউন্সিলর প্রার্থীদের কার কেমন অবস্থান সেটি তুলে ধরা হচ্ছে। এ পর্যায়ে মেহেরপুর পৌরসভার-২ নম্বর ওয়ার্ডের চালচিত্র। মেহেরপুর শহরের থানাপাড়া, মালোপাড়া, মুখার্জি পাড়া দক্ষিণাংশ, ঘোষপাড়ার উত্তরাংশ, সাজিপাড়া পাড়া, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পাড়া, হালদারপাড়া, মেথর পাড়া নিয়ে গঠিত মেহেরপুর পৌরসভা-২ নম্বর ওয়ার্ড। ২ নম্বর ওয়ার্ডে রয়েছে ৩ হাজার ৫৩৩ জন ভোটার। ২ টি কেন্দ্রে ২ নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণ চলবে।এর মধ্যে একটি কেন্দ্র রয়েছে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দক্ষিণ ভবন, এবং অপর কেন্দ্রটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় উত্তর ভবনে। ২ নম্বর ওয়ার্ডের ভোটারদের মন জয় করতে কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সদ্য সাবেক কাউন্সিলর আল মামুন(টেবিল ল্যাম্প), সঞ্জয় কুমার সাহা (উটপাখি) ,তপন কুমার(পাঞ্জাবি), ওয়াসিম খান (ব্ল্যাকবোর্ড) ,শফিকুল ইসলাম(ডালিম) এবং ইয়াসিন আলি শামিম(পানির বোতল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২ নম্বর ওয়ার্ডে ৬ জন প্রার্থী হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত সদ্য সাবেক হওয়া কাউন্সিলর আল মামুন এবং ইয়াসিন আলি শামিমের মধ্যে এমনটাই ভাবেছে এলাকার সাধারণ মানুষ। এক্ষেত্রে অনেক সুবিধাজনক অবস্থানে রয়েছেন আল মামুন । কেননা দীর্ঘ ১০ বছর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন কালীন সময়ে তার নির্বাচনী এলাকায় যাতায়াত ছিল এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ ছিল। এদিকে এবার কোমর বেঁধে মাঠে নেমেছেন ইয়াসিন আলি শামিম। বিগত পরপর দুইবার ইয়াসিন আলি শামিম আল মামুনের নিকট পরাজিত হয়েছেন। দুই নম্বর ওয়ার্ডে ৫ শতাধিক ভোটার রয়েছেন হিন্দু সম্প্রদায়ের। এ কারণেই দুজন প্রার্থী হয়েছেন ওই সম্প্রদায়ের। আল মামুন কিংবা ইয়াসিন আলি শামিম যেই নির্বাচিত হন না কেন হিন্দু সম্প্রদায়ের ভোট তাদের জন্য আশীর্বাদ হতে পারে। এক্ষেত্রে ওয়াসিম খান উঠে আসতে পারে এমন কথাও অনেকে বলেছেন। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে ৬ জন প্রার্থী হিন্দু সম্প্রদায়ের ভোট নিজেদের কব্জায় নিতে ওই এলাকাতে তাদের প্রচারণার বাড়িয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত বিজয়ের হাসি কে হাসবে, আল মামুন, ইয়াসিন আলি শামিম নাকি অন্য কেউ ?






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply