SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » দুর্ঘটনার শিকার হয়েছিলেন রণবীর কাপুর!
দুর্ঘটনার শিকার হয়েছিলেন রণবীর কাপুর! প্রকাশ করা হয়েছে বহুল কাঙ্ক্ষিত বলিউড মুভি ‘শামশেরা’র ট্রেলার। টিজার প্রকাশ পাওয়ার পর থেকেই ট্রেলার মুক্তির অপেক্ষায় ছিলেন রণবীর অনুরাগীরা। দর্শকেরও আগ্রহের তুঙ্গে এখন ‘শামশেরা’।

তবে সিনেমাটির ট্রেলার লঞ্চে উপস্থিত থাকার সময় দুর্ঘটনার শিকার হতে হয়েছিল এ অভিনেতাকে। মুম্বাইয়ে আয়োজন করা হয় সিনেমাটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। সেখানে সময় থেকে একটু দেরিতে পৌঁছান রণবীর। দেরি হওয়ার কারণ অবশ্য নিজেই জানিয়েছেন এ অভিনেতা। রণবীর বলেন, ‘যে শপিং মলে অনুষ্ঠান ছিল তার বদলে ড্রাইভার আমাকে অন্য জায়গায় নিয়ে যায়। পরে বেজমেন্ট পার্কিং থেকে আসার সময় আমি দেখি কেউ গাড়ির কাচ ভেঙে ফেলেছে।’ তবে সিনেমাটির পরিচালক করণ জোহর এটিকে শুভ লক্ষণ বলেই দেখছেন। এদিকে ‘শামশেরা’র ট্রেলার ভক্তদের মধ্যে প্রত্যাশার মাত্রা বাড়িয়ে দিয়েছে বহু গুণ। রণবীর কাপুর অভিনীত 'শামশেরা' পরিচালনা করেছেন করণ মালহোত্রা। আরও পড়ুন: প্যারিসে একসঙ্গে সময় কাটাচ্ছেন মালাইকা-অর্জুন ছবিটির প্রেক্ষাপট ১৮৭১ সাল। ছবিতে রণবীরের পাশাপাশি রয়েছেন সঞ্জয় দত্ত ও বাণী কাপুরও। কাল্পনিক কাজা শহরের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এ ছবির গল্প। ছোট থেকেই দাসত্বের শৃঙ্খল পায়ে নিয়ে বড় হয়েছে শামসেরা। এরপর নিজের জাতিকে রক্ষার দায় কাঁধে তুলে নেয় সে। আরও পড়ুন: বাতিল হচ্ছে না ‘প্রজেক্ট কে’র শুটিং ‘স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়’ ছবির ট্রেলারে এমনই বার্তা দিয়েছেন ‘শামশেরা' চরিত্রে রণবীর। ছবিতে দারোগা শুদ্ধ সিং চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। তারই অত্যাচারে নিপীড়িত মানুষের দুর্দশার চিত্র এবং সেই দাসত্ব থেকে মুক্তির লড়াই উঠে আসবে ছবিতে–ট্রেলার দেখে কাহিনির আভাস অনেকটা এ রকমই পাওয়া গেছে। 'কর্মসূত্রে ডাকাত, ধর্মসূত্রে আজাদ–শামশেরা' প্রথম দেখাতেই প্রেমে পড়ে নৃত্যশিল্পী বাণী কাপুরের। ছবির টিজারে দেখা না গেলেও ট্রেলারে দেখা মিলল বাণীর। আগামী ২২ জুলাই মুক্তি পেতে চলেছে 'শামশেরা'। সূত্র: হিন্দুস্তান টাইমস


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply