Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ডার্বির দায়িত্ব ছাড়লেন রুনি




মাত্র এক মৌসুম ডার্বির কোচের দায়িত্ব পালনের পরই চাকরি ছাড়লেন সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার ওয়েন রুনি। ডার্বি কাউন্টি শুক্রবার (২৪ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। যদিও রুনির সঙ্গে ডার্বির আরও এক বছরের চুক্তি বাকি ছিল। আর্থিক অব্যবস্থাপনার কারণে গত মৌসুমে ২১ পয়েন্ট কাটা পড়েছিল ডার্বি কাউন্টির। যার ফলে ৩৬ বছরের মধ্যে প্রথমবারের মতো ডার্বি কাউন্টি তৃতীয় স্তরে নেমে গেছে দল। আর তাই দলটির কোচের পদ ছেড়েছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ওয়েন রুনি। আরও পড়ুন: ফ্রান্সের হয়ে খেলার প্রস্তাব পেয়েও আর্জেন্টিনাকে বেছে নেন হিগুয়েন ডার্বি কাউন্টির হয়েই গত বছর পেশাদার ফুটবল থেকে অবসর নেন রুনি। খেলোয়াড় থাকতেই কোচের দায়িত্বে ছিলেন তিনি। গত মৌসুমের শেষ দিকে ডার্বিকে দ্বিতীয় বিভাগে টিকিয়ে রাখতে চেষ্টার ত্রুটি রাখেননি রুনি। কিন্তু শেষ পর্যন্ত পারেননি। ডার্বি তাদের বিবৃতিতে জানায়, ওয়েন রুনি আজ ডার্বি কাউন্টিকে বিদায় জানিয়েছেন। তিনি মূল দলের কোচের পদ ছেড়েছেন আজ। এদিকে এ নিয়ে রুন বলেছেন, 'আমি চাই, ক্লাবের নেতৃত্বে এখন নতুন কেউ আসুক। ১৮ মাস ধরে ক্লাব যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, তা যেন আর না হয়।' গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ক্রিস ক্রিচনের জানিয়ে দেন, ডার্বি কাউন্টি কেনার আগ্রহ থেকে তিনি সরে এসেছেন। এরপরই ক্লাবটির ভবিষ্যৎ শঙ্কার মুখে পড়েছিল। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ক্লাব ডি সি ইউনাইটেড ছেড়ে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল ডার্বি কাউন্টিতে যোগ দেন রুনি। এরপর খেলা চালিয়ে যাওয়ার সময়ই কোচের দায়িত্ব নেন রুনি। তবে মাত্র ১৮ মাস কোচিং করিয়েই দায়িত্ব ছাড়লেন তিনি। ডার্বির আগে এভারটনের দায়িত্ব নেয়ার কথা ছিল রুনির। কারণ এই এভারটনের হয়েই যে নিজের অভিষেক করেছিলেন রুনি। আরও পড়ুন: রুডিগার-ক্রিস্টেনসেনের বিকল্প খুঁজছে চেলসি এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৩ বছর কাটিয়েছেন রুনি। ক্লাবের সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি হয়ে একবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ ও পাঁচবার প্রিমিয়ার লিগ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply