Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এখনো উত্তাল ইকুয়েডর




বিক্ষোভ-সংঘর্ষে উত্তাল ইকুয়েডর জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এখনো উত্তাল ইকুয়েডর। বিভিন্ন ব্যানারে সরকারবিরোধী আন্দোলনের সময় দেশটির রাজধানী কুইটোর রাস্তায় বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

শনিবার (২৫ জুন) ইকুয়েডরের রাজধানী কুইটোর রাস্তায় জড়ো হন দেশটির হাজার হাজার সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের সদস্যরা। এ সময় বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। খবর আল-জাজিরা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন বিক্ষোভকারীরাও। এতে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো রাজধানী। গত ১৩ জুন জ্বালানির দাম কমানোর দাবিতে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। ছাত্র, শ্রমিক ও অন্যান্য শ্রেণি-পেশার মানুষও এতে যোগ দেন। রাজধানী কুইটো যাওয়ার মহাসড়কসহ সারা দেশের রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। আরও পড়ুন: ইকুয়েডরের তিন প্রদেশে জরুরি অবস্থা স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, বিক্ষোভকারীরা চিম্বোরাজো, কোটোপ্যাক্সি, পাস্তাজা, নাপো ও তুঙ্গুরাহুয়া প্রদেশের বিভিন্ন সড়ক অবরোধ করেন। প্রেসিডেন্ট লাসো ক্ষোভ প্রশমনে স্বদেশি জনগোষ্ঠীর নেতাদের সঙ্গে ১৬ জুন সাক্ষাৎ করলেও এ ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি হয়নি। এদিকে, আর্জেন্টিনায়ও জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে রাজধানীসহ বিভিন্ন শহরের বেশ কয়েকটি মহাসড়ক অবরোধ করে রেখেছেন ট্রাক ও পরিবহন চালকরা। অন্তত কয়েক কিলোমিটার রাস্তায় সারি সারি গাড়ি আটকে থাকায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়। জ্বালানি তেলের দাম না কমানো পর্যন্ত রাস্তা অবরোধের ঘোষণা দেয় পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশন। তবে দেশটিতে চলমান অর্থনীতি বিবেচনায় আপাতত দাম বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই বলে সাফ জানিয়ে দিয়েছে আর্জেন্টিনা সরকার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply